By Election2022: শত্রুঘ্নর সমর্থনে দেওয়াল লেখা শুরু, বিরোধীরাও নামুক, বলছে আসানসোলবাসীই

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 13, 2022 | 7:43 PM

By-Poll: ১৭ মার্চ আসানসোল লোকসভা নির্বাচনের জন্য গেজেট নোটিফিকেশন জারি করা হবে। সেদিন থেকেই প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারবেন।

By Election2022: শত্রুঘ্নর সমর্থনে দেওয়াল লেখা শুরু, বিরোধীরাও নামুক, বলছে আসানসোলবাসীই
আসানসোল উপনির্বাচনে প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

Follow Us

আসানসোল: আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী বলিউডের অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তাঁর রাজনৈতিক কেরিয়ার খুব একটা অজানা নয় কারও। এর আগে কংগ্রেস, বিজেপিতেও দেখা গিয়েছে তাঁকে। এবার লড়বেন বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া আসনে। নাম ঘোষণার পরই দলীয় কর্মীরা নেমে পড়েছেন দেওয়াল লিখনে। বিজেপি এই প্রার্থীকে ‘বহিরাগত’ বললেও, তা গায়ে মাখছে না তৃণমূল। বরং রবিবার আসানসোলের জায়গায় জায়গায় শুরু হয়েছে দেওয়াল লেখার কাজ। তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, প্রার্থী নিয়ে খুবই খুশি তাঁরা। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ও জানিয়েছেন, খুব ভাল প্রার্থী দিয়েছে দল। দলগতভাবে তাঁরা শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জেতাবেন।

এর আগে একাধিকবার সেলেব্রিটিকে জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে ছুটতে দেখেছে আসানসোল। মুনমুন সেন, বাবুল সুপ্রিয়, সায়নী ঘোষ সকলেরই তারকা তকমা রয়েছে। তবে শত্রুঘ্ন সিনহা বাকিদের তুলনায় নিঃসন্দেহে কিছুটা ‘হেভিওয়েট’ সেলেব। কোলিয়ারি বেল্টে বা হিন্দিভাষী এলাকায় তাঁর জনপ্রিয়তা অন্যরকম। এখনও তিনি ‘খামোশ’ বললে হাততালিতে ফেটে পড়ে অনুষ্ঠানমঞ্চ। সেই তারকাকেই এবার রুখাসুখা আসানসোলের বুকে নামিয়ে অতিরিক্ত মাইলেজ পেতে চাইছে রাজ্যের শাসকদল।

রবিবার জেলাশাসক এস অরুণ প্রসাদ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম আসানসোল লোকসভা উপনির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করেন। ১৭ মার্চ আসানসোল লোকসভা নির্বাচনের জন্য গেজেট নোটিফিকেশন জারি করা হবে। সেদিন থেকেই প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারবেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ মার্চ। পরের দিন ২৫ মার্চ জমা দেওয়া মনোনয়ন পত্রগুলি স্ক্রুটিনি করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। সেদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।

২০১৪ সালে বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেবার তৃণমূলের মুখ ছিল আদ্যোপান্ত রাজনীতির মানুষ দোলা সেন। দোলাকে হারিয়ে ৭৫ হাজার ভোটে জিতে চমক দেন বাবুল। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও বাবুলেই ভরসা রাখে বিজেপি। সেবার তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে পরাজিত করেন প্রায় ২ লক্ষ ভোটে। এবার সেই বাবুল ফুল বদলে তৃণমূলে।

শোনা যাচ্ছে এ কেন্দ্রে নাকি বিজেপির তুরুপের তাস হতে পারেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। সিপিএমের প্রার্থী হিসাবে শোনা যাচ্ছে এক যুবনেত্রীর নাম। সম্প্রতি একাধিকবার শিরোনামে উঠে এসেছেন তিনি। ভোটের লড়াইয়ে কে কাকে ‘খামোশ’ করে দেয় প্রচার শুরু হলেই তার আঁচ পাওয়া যাবে। তবে আপাতত বাকিরা প্রার্থী দিক, চাইছে আসানসোলের মানুষও। তবেই না খেলা শুরু হবে।

আরও পড়ুন: By Election2022: ‘বিহারীবাবু’ প্রার্থী, ব্যুমেরাং তৃণমূলের ‘বহিরাগত’ বাণ

আরও পড়ুন: By Election2022: ‘সায়নীর কথা শোনা গিয়েছিল, সেখানে শত্রুঘ্ন?’, টুইটে তোপ অমিত মালব্যর

Next Article