কলকাতা: কিছুতেই স্বস্তি পাচ্ছে না মধ্যবিত্ত। হু হু করে বেড়েই চলেছে জ্বালানির দাম। লাগাতার ১০ দিন ধরে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price)। শুধুমাত্র মেট্রো শহরই নয়, জেলা(District)-তেও পাল্লা দিয়েই বাড়ছে জ্বালানি তেলের দাম। সব জেলাতেই সেঞ্চুরি করেছে পেট্রোল। ডিজেলও প্রায় ১০০ ছুঁইছুঁই। কোথাও ৯৫ টাকা, কোথাও আবার ৯৭ টাকা। এমনভাবেই ওঠানামা করছে জ্বালানির দাম (Fuel Price)।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ায়, নিত্যদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এদিন সকালেই ফের একবার দাম বাড়ে জ্বালানির। পেট্রোল ও ডিজেল লিটার প্রতি ৮০ পয়সা করে বৃদ্ধি পাওয়ায় দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০১ টাকা ৮১ পয়সা। একইসঙ্গে ডিজেলের দামও ৯২ টাকা থেকে ৮০ পয়সা বেড়ে ৯৩ টাকা ৭ পয়সায় পৌঁছেছে। কলকাতায় আজ পেট্রোলের দাম ৮৩ পয়সা বৃদ্ধি পেয়েছে। এরফলে পেট্রোলের লিটার প্রতি নতুন দাম হয়েছে ১১১ টাকা ৩৫ পয়সায়। ডিজেলের দামও ৮০ পয়সা বেড়ে ৯৬ টাকা ২২ পয়সায় পৌঁছেছে।
তবে পেট্রোল-ডিজেলের দামে কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে একাধিক জেলা। একনজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কত দাম বাড়ল-
মালদা– এদিন নতুন করে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বৃদ্ধি পাওয়ায়, মালদায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১১ টাকায়। ডিজেলের দামও পৌঁছেছে ৯৫ টাকা ৯৮ পয়সায়।
বহরমপুর– মালদাকেও হার মানিয়েছে বহরমপুরের পেট্রোল-ডিজেলের দাম। সেখানে ডিজেলের দাম পৌঁছেছে ১১২ টাকা ৩৮ পয়সায়। অন্যদিকে, ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ১৭ পয়সায়।
আসানসোল– আসানসোলেও পেট্রোলের দাম ১১১ টাকায় পৌঁছেছে। আজকে লিটার প্রতি পেট্রোলের নতুন দাম ১১১ টাকা ৬৩ পয়সা। ডিজেল বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৪৭ পয়সায়।
নদিয়া– নদিয়ায় পেট্রোলের দাম সবথেকে চড়া। জেলার কোথাও লিটার প্রতি পেট্রোলের দাম ১১২ টাকা ৭৮ পয়সা, কোথাও আবার ১১২ টাকা ৯৯ পয়সায় পৌঁছেছে। ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ৭৮ পয়সায়।
বাঁকুড়া– মালদা, আসানসোলের মতোই বাঁকুড়াতেও লিটার প্রতি পেট্রোলের দাম ১১১ টাকা ১৭ পয়সায় বেড়ে দাঁড়িয়েছে। ডিজেলের দাম সেখানে ৯৬ টাকা ৬১ পয়সা।
ঝাড়গ্রাম– ঝাড়গ্রামে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১২টাকা ৫২ পয়সায়। ডিজেলের দামও প্রায় ১০০-র কাছাকাছি। সেখানে লিটার প্রতি ডিজেলের দাম ৯৭টাকা ২৭ পয়সা।
আরামবাগ– পেট্রোলের দাম লিটার প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১১২ টাকা ১১ পয়সায়। অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে ৯৬ টাকা ৯২ পয়সায়।
আরও পড়ুন: Fake Call Center: টানা আট ঘণ্টার ‘শিফটিং আওয়ার্স’, এক্কেবারে কর্পোরেট হাউজ! সেখান থেকেই গ্রেফতার ১৪