Calcutta High Court: বসিরহাটে কবে উপনির্বাচন হবে? জল গড়াল হাইকোর্টে
Calcutta High Court: গৌতম রায় নামে বসিরহাটের এক বাসিন্দা এদিন হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। তাঁর বক্তব্য, সাংসদ নরুল ইসলামের মৃত্যুর পর ওই আসন ফাঁকা। ছয় মাস অতিক্রান্ত হয়েছে। কিন্তু, এখনও উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি নির্বাচন কমিশন।

কলকাতা: ৬ মাসের বেশি কোনও সাংসদ নেই বসিরহাট লোকসভা কেন্দ্রে। উপনির্বাচন নিয়ে কোনও পদক্ষেপও করছে না নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন এক ব্যক্তি। উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে হাইকোর্টের কাছে আবেদন জানালেন তিনি।
২০২৪ সালে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ৩ লক্ষ ৩৩ হাজারের বেশি ভোটে হারান তিনি। কিন্তু, কয়েকমাস পরই নুরুল ইসলাম প্রয়াত হন। বেশ কিছুদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর গত বছরের ২৫ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।
নুরুল ইসলামের মৃত্যুর পর কেটে গিয়েছে ৬ মাস। গৌতম রায় নামে বসিরহাটের এক বাসিন্দা এদিন হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। তাঁর বক্তব্য, সাংসদ নরুল ইসলামের মৃত্যুর পর ওই আসন ফাঁকা। ছয় মাস অতিক্রান্ত হয়েছে। কিন্তু, এখনও উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তাঁর অভিযোগ, নির্বাচন না করে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নষ্ট করছে কমিশন। অবিলম্বে কমিশনকে পদক্ষেপ করতে নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান তিনি।
এই খবরটিও পড়ুন




হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানি হয়। তবে গৌতম রায়ের এই জনস্বার্থ মামলার শুনানি কবে হবে, তা এখনও জানা যায়নি।





