AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘প্লিজ, কাশ্মীরের জন্য তিনটি দিন রাখুন…’, জাকার্তাবাসীর কাছে আর্জি অভিষেকের

Abhishek Banerjee: পাকিস্তানের সন্ত্রাস-চিত্র তুলে ধরতেই বিদেশে প্রতিনিধি পাঠিয়েছে ভারত। সেই প্রতিনিধি দলের অংশ হয়ে অভিষেক তাঁর বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন, রাজনৈতিক মতবাদের উর্ধ্বে দেশের হয়ে কথা বলছেন তিনি।

Abhishek Banerjee: 'প্লিজ, কাশ্মীরের জন্য তিনটি দিন রাখুন...', জাকার্তাবাসীর কাছে আর্জি অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: x (Abhishek Banerjee)
| Edited By: | Updated on: May 31, 2025 | 7:47 AM
Share

জাকার্তা: ফের একবার বিদেশে মাটিতে পাকিস্তানের মুখোশ খুলে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের মাটিতে কীভাবে সন্ত্রাসের চাষ হচ্ছে, সে কথা তুলে ধরলেন জাকার্তায়। প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বললেন, এবার পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার নিয়েই কথা হবে। সেইসঙ্গে কাশ্মীর ভ্রমণের অনুরোধও জানালেন জাকার্তাবাসীকে।

মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের শেষে অভিষেক বলেন, “আমি একটা অনুরোধ করব, আপনারা রাখবেন?” দর্শকাসন থেকে ইতিবাচক সাড়া মিলতেই অভিষেক বলেন, “আপনারা যদি ভারতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে সেই ভ্রমণের সঙ্গে অতিরিক্ত তিনটে দিন যোগ করুন। যদি সাতদিনের জন্য যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে তা বাড়িয়ে ১০ দিন করুন। তিনটি দিন কাশ্মীরে থেকে আসবেন। কাশ্মীরের পর্যটন ও অর্থনীতি উপকৃত হবে।”

এদিন পাকিস্তানে সন্ত্রাসের ছবি তুলে ধরে ভারতের জাতীয় ঐক্যের বার্তা দেন তৃণমূল সাংসদ। অভিষেক বলেন, “আমাদের প্রতিনিধি দলের গঠনই দেখুন। আমার শাসক দলের সঙ্গে মতভেদ থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থের ঊর্ধ্বে আমি আমার রাজনৈতিক মতবাদকে স্থান দিই না। আমি আমার কাজ করে যাব দেশের স্বার্থেই।”

প্রতিনিধি দলের সদস্য অভিষেক আরও বলেন, “আমরা বহু দেশে সফর করেছি। যাদের সঙ্গেই দেখা করেছি, সবার অভিমত এক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে তারা পাশে আছে। প্রত্যেককে নিজের নিজের অবস্থান থেকে এই ইস্যুকে তুলে ধরতে হবে। পাকিস্তানের মুখোশ খুলে দিতে হবে।”