SSC Recruitment Exam: জেলে থাকলেও ‘দাগি’ নয়, বিচারপতি সিনহার নির্দেশে পরীক্ষায় বসবেন পকসো মামলার অভিযুক্ত

Recruitment Exam-SSC: এসএসসি-র নতুন মামলার আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর দুটি নিয়োগের পরীক্ষা রয়েছে।

SSC Recruitment Exam: জেলে থাকলেও দাগি নয়, বিচারপতি সিনহার নির্দেশে পরীক্ষায় বসবেন পকসো মামলার অভিযুক্ত
বিচারপতি অমৃতা সিনহা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 04, 2025 | 5:27 PM

কলকাতা: আগামী রবিবার পরীক্ষা। তার আগেও জটিলতা কাটছে না। কারা পরীক্ষা দিতে পারবেন আর কারা পারবেন না, তা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়ে গিয়েছে। অযোগ্য তালিকায় থাকা অনেকেই আদালতের দ্বারস্থ হয়েছেন, প্রশ্ন তুলেছেন তালিকা নিয়ে। এই পরিস্থিতিতে এল আরও এক নতুন আবেদন। পকসো মামলায় জেলে আছেন, এমন এক অভিযুক্ত পরীক্ষা দিতে চান।

পকসো মামলায় অভিযুক্ত হলেও এসএসসি-র তালিকায় তিনি দাগি নন। অর্থাৎ তাঁর বিরুদ্ধে ওএমআর জালিয়াতি বা র‌্যাঙ্ক জাম্প করার মতো কোনও অভিযোগ নেই। আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পাননি। অবশেষে পরীক্ষা দেওয়ার আবেদন জানান আদালতে।

বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আবেদন করেন তিনি। নবম-দশম ও একাদশ-দ্বাদশ দুটি ক্ষেত্রেই শিক্ষক পদে চাকরির আবেদন জানিয়েছেন তিনি। তাঁর দাবি, দুটো পরীক্ষাই তিনি দিতে চান। সবটা শুনে বিচারপতি সিনহা জানিয়েছেন, ওই প্রার্থী জেলে বসেই পরীক্ষা দিতে পারবেন। এসএসসি-কে সেই ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হবে। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের কাছে চাকরি ফেরানোর এটাই একমাত্র সুযোগ।

এদিকে, নতুন পরীক্ষায় দাগিরা যাতে বসার সুযোগ পায় সেই আবেদন জানিয়ে মামলা হয়েছিল। হাইকোর্টের একক বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়, পরে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় অযোগ্যরা। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। কোর্ট একক বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়কেই বহাল রাখে। অর্থাৎ দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না।