Police: ৮ দিন সব ছুটি বাতিল পুলিশের
Police: প্রসঙ্গত, প্রতি বছরই রাম নবমীর দিন শহর কলকাতা তো বটেই রাজ্যের নানা প্রান্তেই একাধিক সংগঠনের তরফে শোভা যাত্রা বের করা হয়। এবার ভোটের তাপে তপ্ত বঙ্গে যেন রাম নবমী নিয়ে চর্চার ঝাঁঁঝ আরও বেশ খানিকটা বেড়ে গিয়েছে।

কলকাতা: ‘গোপন সূত্রে জেনেছি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে হিংসা তৈরির চেষ্টা চলছে’, কয়েকদিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন ADG দক্ষিণবঙ্গ। রাম নবমীতে কোনওরকম অশান্তি ঠেকাতে যে পুলিশ তৎপর তা বারবার সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দিচ্ছেন কলকাতা পুলিশের বড় কর্তারা। করা হচ্ছে পদক্ষেপ। মঙ্গলবার তো শহরের বড় অংশ ঘুরেও দেখেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। গার্ডেনরিচ-সহ শহরের বিভিন্ন এলাকার যে সকল জায়গা থেকে রাম-নবমীর মিছিল বেরতে পারে সে সব জায়গা ঘুরেও দেখেন। এরইমধ্যে আবার ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সব পুলিশ কর্মীর ছুটি বাতিলও হয়ে গিয়েছে। একান্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ছুটি পাবেন না বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, প্রতি বছরই রাম নবমীর দিন শহর কলকাতা তো বটেই রাজ্যের নানা প্রান্তেই একাধিক সংগঠনের তরফে শোভা যাত্রা বের করা হয়। এবার ভোটের তাপে তপ্ত বঙ্গে যেন রাম নবমী নিয়ে চর্চার ঝাঁঁঝ আরও বেশ খানিকটা বেড়ে গিয়েছে। ওই দিন বড় অংশের মানুষ রাস্তায় থাকতে পারে বলেও মনে করছে পুলিশ।
এদিকে বিগত কয়েক বছরে এই দিন বিভিন্ন প্রান্ত থেকে নানা অশান্তির খবরও এসেছে। তাই এবার যাতে কোন কারণে তিন থেকে তাল না হয়ে যায় সেদিক কড়া নজর উর্দিধারীদের। নজরদারি চলছে সোশ্যাল মিডিয়াতেও। মঙ্গলবার তো কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা স্পষ্টই বলে দিলেন, “ওই দিন অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। কেউ প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”





