বিক্ষোভকারীদের ঠেকাতে গামছা পরে জলে নামল পুলিশ
গামছা পরে জলে পুলিশ

বিক্ষোভকারীদের ঠেকাতে গামছা পরে জলে নামল পুলিশ

sreejayee das |

Feb 16, 2021 | 8:16 PM

হাত জোর করে প্রতিবাদীদের জল থেকে উঠে আসার অনুরোধ জানান।

আদিগঙ্গার পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।  এদিন সকাল ১০টা ২০ নাগাদ আলিপুর সংশোধনাগারের কাছে একটি দল জমায়েত করে। সেখানে পাঁচ ছ’জন ছিলেন। অপর একটি জমায়েত হয় আলিপুর পোস্ট অফিসের সামনে। পুলিশের যাতে কোনওরকম সন্দেহ না হয় তাই দু’ভাগে ভাগ হয়ে আসেন প্রতিবাদীরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই আদিগঙ্গায় ঝাঁপ মারেন প্রতিবাদীরা।

খবর ছড়াতেই ছুটে আসে পুলিশ। হাত জোর করে প্রতিবাদীদের জল থেকে উঠে আসার অনুরোধ জানান। রুনু দত্ত নামে এক মহিলাও ছিলেন সেখানে। তাঁকে উদ্দেশ্য করে পুলিশের কাতর আর্তি “ম্যাডাম উঠে আসুন”। গামছা পরে জলে নেমে পড়েন এক পুলিশ কর্মী। দড়ি ফেলে তুলে আনা হয় প্রতিবাদীদের।

 

Published on: Feb 16, 2021 12:32 PM