Munger: বাংলার বাজার কাঁপাচ্ছে স্টার মার্কা এই পিস্তল, ভোট এলেই হয়ে যায় ‘পাগলা ঘোড়া’!
Pistol: সম্প্রতি মুর্শিদাবাদের ফরাক্কায় বেঙ্গল এসটিএফ এক অস্ত্রপাচারকারীকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে তাতে স্টার চিহ্ন দেওয়া ছিল। অভিযুক্তকে জেরা করে জানা যায় যে, মুঙ্গের থেকে আসা অস্ত্রে এখন এই স্টার মার্ক ব্যবহার করা হচ্ছে।

কলকাতা: বাজারে গিয়ে যখন কোনও জিনিস কেনেন নিশ্চয়ই তার গুণগতমান বিচার করেন? রং, আকৃতি সবটা পরখ করে তবেই বাড়ির জন্য নিয়ে আসার কথা ভবেন? আবার জামা-কাপড় কেনার ক্ষেত্রে অনেকের কাছেই ‘ব্র্যান্ড’ বিষয়টি ভীষণ ‘ম্যাটার’ করে। তবে, জানেন অপরাধ জগতেও কিন্তু অস্ত্র কেনার ব্যাপারে সেই একই নিয়মই রয়েছে। ব্র্য়ান্ড ভ্যালু, রঙ, অস্ত্র কতটা টেকসই ইত্যাদি সবকিছু দেখে তবেই অপরাধীরা কেনে আগ্নেয়াস্ত্র। জানা যাচ্ছে, চিনের লোগো লাগানো দেশি পিস্তলেরই এখন রমরমিয়ে চলছে বাজার। বিহারের মুঙ্গেরে ইতিমধ্যেই এই পিস্তল তৈরি করে ছেয়ে ফেলেছে নিজের বাজার। আর বাংলার অপরাধ জগতে উন্নতমানের এই পিস্তলের চলছে রমরমিয়ে। টিভি ৯ বাংলার হাতে এসেছে তেমনই চাঞ্চল্যকর তথ্য। সামান্য একটা লোগোর কেরামতিতেই বাংলার...





