Dilip Ghosh: ‘টেনশন তৈরির চেষ্টা’, ৮ দিন রাজ্যের সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল নিয়ে আক্রমণ দিলীপের
Police: আগামী ৬ এপ্রিল রামনবমী। রাজ্যজুড়ে রামনবমীর মিছিলের আয়োজন করতে উদ্যোগ নিয়েছে বিজেপি। রামনবমীতে অস্ত্র মিছিল হবে বলেও জানিয়েছেন বিজেপির একাধিক নেতা। রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের কোথাও যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, তার জন্য সতর্ক পুলিশ।

সৌরভ গুহ
কলকাতা: রামনবমীর সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবনতি না হয়, তার জন্য বড় পদক্ষেপ নেওয়া হল। বুধবার (২ এপ্রিল) থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের সব পুলিশকর্মীর ছুটি বাতিল করা হল। জানিয়ে দেওয়া হল, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া এই আটদিন কোনও পুলিশকর্মী ছুটি নিতে পারবেন না। পুলিশকর্মীদের ছুটি বাতিল নিয়ে খোঁচা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আগামী ৬ এপ্রিল রামনবমী। রাজ্যজুড়ে রামনবমীর মিছিলের আয়োজন করতে উদ্যোগ নিয়েছে বিজেপি। রামনবমীতে অস্ত্র মিছিল হবে বলেও জানিয়েছেন বিজেপির একাধিক নেতা। রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের কোথাও যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, তার জন্য সতর্ক পুলিশ।
এই খবরটিও পড়ুন




গত ২৯ মার্চ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, “আমরা গোপন সূত্রে জানতে পেরেছি ইদ এবং রামনবমীর দিন কোনও মহল থেকে এমন পরিকল্পনা করা হচ্ছে, যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। এমন কিছু পোস্টার লাগানোর পরিকল্পনার কথা জানতে পেরেছি আমরা যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা বিদ্বেষ-হিংসা তৈরি হয়। যাতে শান্তি নষ্ট হয় এমন কিছু কাজের পরিকল্পনার কথাও জানতে পেরেছি।” ওইদিন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেছিলেন, “আগামী ১০ দিন খুব গুরুত্বপূর্ণ। পুলিশ সতর্ক রয়েছে। সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে।”
এবার রাজ্য পুলিশের সমস্ত কর্মীর আটদিন ছুটি বাতিল করা হল। সূত্রের খবর, পুলিশ কমিশনারেট ও জেলা পুলিশের এলাকায় ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনও পুলিশকর্মীর ছুটি মঞ্জুর হবে না বলে বার্তা দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের সমস্ত কর্তাকে সেই বার্তা পাঠানো হয়েছে।
এদিকে, রামনবমীকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা ব্যাহত না হয়, তার জন্য সতর্ক কলকাতা পুলিশও। গতকাল কসবা থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, উৎসবে কেউ বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র নিয়ে বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
পুলিশের ছুটি বাতিল নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “হিন্দুদের উৎসব হলে দুর্ঘটনার ভয় আসে কেন? যারা দুর্ঘটনা ঘটাতে পারে, তাদের দেখা দরকার পুলিশের। হিন্দুদের সামলাতে হবে না। হিন্দুরা সুশৃঙ্খল। হিন্দুরা নিজের মতো করে উৎসব পালন করে। এত লক্ষ লক্ষ দুর্গাপুজো হয়, দুর্ঘটনা হয় না তো। জোর করে টেনশন তৈরির চেষ্টা চলছে। এই বদভ্যাস তৃণমূল ও পুলিশকে ছাড়তে হবে। ছেড়ে দিন আমাদের হাতে। হিন্দুরা নিজের উৎসব নিজের মতো করে পালন করবে। যেখানে গন্ডগোলের ভয় আছে, সেখানে যান। কোনও পুলিশের দরকার নেই। আমরা দায়িত্ব নিচ্ছি।” অস্ত্র মিছিলের পক্ষেও ফের সওয়াল করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।





