Firhad Hakim: ‘রাজনৈতিক নেতারা সাংবাদিকদের হেনস্থা করে না’, সব্যসাচীর পাশে দাঁড়ালেন ফিরহাদ

Firhad Hakim: ফিরহাদের দাবি, সব্যসাচী ওই এলাকার কাউন্সিলর। লাগাতার অবরোধের জেরে এলাকার স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হচ্ছে। তা জানতে পেরেই তিনি সেখানে গিয়েছিলেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন।

Firhad Hakim: ‘রাজনৈতিক নেতারা সাংবাদিকদের হেনস্থা করে না’, সব্যসাচীর পাশে দাঁড়ালেন ফিরহাদ
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 16, 2025 | 5:32 PM

কলকাতা: বিকাশ ভবনের সামনে জোরদার আন্দোলনে চাকরিহারারা। পুলিশের সঙ্গে বৃহস্পতিবার দিনভর চলছে তুমুল ধস্তাধস্তি। সেখানেই বৃহস্পতিবার দুপুরে যেতে দেখা গিয়েছিল তৃণমূল নেতা তথা স্থানীয় কাউন্সিলর সব্যসাচী দত্তকে। তাঁকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিহারা আন্দোলনকারীরা। অন্যদিকে সব্যসাচীর অনুগামীদের বিরুদ্ধে চাকরিহারাদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে। একইসঙ্গে ছাড় পায়নি সংবাদমাধ্যমও। তা নিয়ে চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে। তোপের পর তোপ দেগে চলেছেন পদ্ম নেতারা। বিতর্কের আবহে এবার সব্যসাচীর পাশে দাঁড়ালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 

ফিরহাদের দাবি, সব্যসাচী ওই এলাকার কাউন্সিলর। লাগাতার অবরোধের জেরে এলাকার স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হচ্ছে। তা জানতে পেরেই তিনি সেখানে গিয়েছিলেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। ফিরহাদ বলেন, “সব্যসাচী দত্ত ওখানকার কাউন্সিলর। ওখানকার মানুষের অসুবিধা হচ্ছে। স্থানীয় মানুষ প্রতিবাদ করলে কাউন্সিলরকে আসতে হবে। স্থানীয় বাসিন্দারাই ক্ষোভে ফুঁসছেন রাস্তা আটকানোর বিরুদ্ধে, আর সব্যসাচী দত্ত চুপ করে বসে থাকবে? স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়াবে না? তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করবে না?”  

অন্যদিকে সাংবাদিকদের হেনস্থা নিয়ে বেশ গরম সুর ফিরহাদের। খানিক ক্ষোভের সঙ্গেই তিনি বলেন, “রাজনৈতিক নেতারা সাংবাদিকদের হেনস্থা করে না। বরং সাংবাদিকরা রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলগুলিকে হেনস্থা করে থাকে। ভুল তথ্য দিয়ে বারবার হেনস্থা করে।”