Abhishek Banerjee: অভিষেকের ‘ডিজিটাল যোদ্ধা’-র পরিকল্পনায় পিকের ছায়া?

Abhishek Banerjee Digital Yodha: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়েকমাস আগে অবশ্য এই ডিজিটাল যোদ্ধা কর্মসূচি বিহারে শুরু করেছেন প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তাঁর জন সুরজ পার্টি এবার বিহারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জন সুরজ পার্টির হাত শক্ত করতেই ডিজিটাল যোদ্ধা কর্মসূচি শুরু করেন প্রশান্ত কিশোর।

Abhishek Banerjee: অভিষেকের ডিজিটাল যোদ্ধা-র পরিকল্পনায় পিকের ছায়া?
কয়েকমাস আগে বিহারে ডিজিটাল যোদ্ধা শুরু করেন প্রশান্ত কিশোরImage Credit source: Social Media

| Edited By: সঞ্জয় পাইকার

Oct 17, 2025 | 11:21 AM

কলকাতা: একসময় তিনি তৃণমূলের ভোট কুশলী ছিলেন। এখনও আইপ্যাক সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। তবে তিনি আইপ্যাক থেকে বেরিয়ে নিজের রাজনৈতিক দল গঠন করেছেন। তারপরও কি প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোরের ছায়া দেখা যাচ্ছে তৃণমূলে? প্রশ্ন উঠছে, তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি ঘোষণার পরই। অভিষেকের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’-র সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন প্রশান্ত কিশোরের ‘ডিজিটাল যোদ্ধা’-র।

বর্তমান সময়ে যুব সমাজের উপর ডিজিটাল প্ল্যাটফর্মের বড় প্রভাব দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক দলগুলি তা স্বীকারও করে। ডিজিটাল দুনিয়া ও সমাজমাধ্যমে নিজেদের প্রচার আরও জোরদার করতে গতকাল নতুন কর্মসূচি শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার পোশাকি নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। সমাজমাধ্যমে বাংলা-বিরোধীরা কুৎসা ও অপপ্রচার করছে বলে অভিযোগ অভিষেকের। তারই মোকাবিলায় তৃণমূলের নতুন এই কর্মসূচি। বাংলা-বিরোধী এজেন্ডার মোকাবিলাই যে এই কর্মসূচির লক্ষ্য, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

বাংলার সংস্কৃতি তুলে ধরবেন এই ডিজিটাল যোদ্ধারা। রাজনীতির কারবারিরা বলছেন, তৃণমূল নেতারা অনেকসময়ই বলে থাকেন যে বিরোধীদের শুধু সমাজমাধ্যমেই দেখা যায়। এবার বিধানসভা নির্বাচনের আগে নতুন এই কর্মসূচির মাধ্যমে ডিজিটাল দুনিয়ায়ও বিরোধীদের নানা প্রচারের মোকাবিলা যে লক্ষ্য, তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়েকমাস আগে অবশ্য এই ডিজিটাল যোদ্ধা কর্মসূচি বিহারে শুরু করেছেন প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তাঁর জন সুরজ পার্টি এবার বিহারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জন সুরজ পার্টির হাত শক্ত করতেই ডিজিটাল যোদ্ধা কর্মসূচি শুরু করেন প্রশান্ত কিশোর। ডিজিটাল যোদ্ধা শুরুর পর তাঁর বার্তা ছিল, “অলনাইনে আসুন, বদল আনুন। ডিজিটাল যোদ্ধা হয়ে যান। ডিজিটাল দুনিয়ায় ক্রান্তি আনুন। ডিজিটাল যোদ্ধা হন আর জন সুরজকে মজবুত করুন।” জানা গিয়েছে, প্রশিক্ষণের পর ডিজিটাল যোদ্ধাদের ভাতা দেয় জন সুরজ দল। ডিজিটাল যোদ্ধাদের মাথার উপর প্রত‍্যেক এলাকায় থাকেন একজন মহাযোদ্ধা। সোশ‍্যাল মিডিয়ায় পার্টির প্রচার করাই কাজ ডিজিটাল যোদ্ধাদের।

একসময় তৃণমূলের ভোট কুশলী হিসেবে কাজ করেছেন প্রশান্ত কিশোর ওরফে পিকে। একুশের নির্বাচনে তৃণমূলের সাফল্যের পিছনে আইপ্যাকের অবদানের কথা স্বীকার করেন শাসকদলের অনেক নেতা-ই। এখন বিহার নির্বাচন নিয়ে ব্যস্ত পিকে। আর তাঁর ডিজিটাল যোদ্ধা কর্মসূচির মতোই তৃণমূলের নতুন কর্মসূচি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। অভিষেকের নতুন কর্মসূচিতে পিকের ছায়া রইল কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।