Abhishek Banerjee: তরুণদের বড় বার্তা দিলেন অভিষেক, ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধায়’ রেজিস্ট্রারের আবেদন, কী কাজ করতে হবে?
TMC MP Abhishek Banerjee: তিনি বলেন, "যদি আপনি নিজের হাতে বাংলার ভবিষ্যত গড়তে চান তাহলে সামিন হন যোদ্ধা হিসাবে আজই। চলুন একসঙ্গে মিলিত হয়ে সকলকে দেখাই ঐক্যবদ্ধভাবে বাংলার গর্জন কাকে বলে। বাংলার সংগ্রামী মাটি কতটা শক্তিশালী হতে পারে। বাংলার সংগ্রামী মাটি যদি চায় তাহলে বাংলা বিরোধীদের কী হাল আগামী দিন করতে পারে।"

আগামী নির্বাচনকে সামনে রেখে সব রকম স্ট্রাটেজি সাজাচ্ছে রাজনৈতিক দলই। ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে নির্বাচন করা যায় তা সর্বভারতীয় স্তরে প্রথম দেখা গিয়েছিল ২০১৪ সালে। তারপর থেকে প্রতিটি প্রাদেশিক স্তরে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করেছে সব রাজনৈতিক দল। তেমনই ছাব্বিশের ভোটের আগে এই প্ল্যাটফর্মকে হাতিয়ার করেছে তৃণমূল।
অভিষেক আবেদন করেছে যাতে তরুণ প্রজন্ম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ এই প্ল্যাটফর্মে নাম রেজিস্ট্রার করায়। অর্থাৎ মাঠে-ময়দানে যেমন লড়াই চলার চলবে। তবে ডিজিট্যাল প্ল্যাটফর্মেও যে রণডঙ্কা বাজছে সেই কথাই বলেন তিনি। মূলত, এরা সকলে কনটেন্ট তৈরি করবেন। বাংলা বিরোধী সব কিছুকে খন্ডন করে তাঁরা বানাবেন কনটেন্ট। লড়বেন বাংলার পক্ষে।
মূলত ৩টি বিভাগে ডিজিটাল যোদ্ধাদের নিযুক্ত করে অংশগ্রহণ করানো এই উদ্যোগের মূল উদ্দেশ্য, এই বিভাগগুলি হল-
১) কনটেন্ট ক্রিয়েটর – ক্রিয়েটর ফোর্স
২) সোশ্যাল মিডিয়া ম্যানেজার – কমিউনিটি লিডার
৩) ডিজিটাল অ্যাম্প্লিফায়ার- ফোর্স মাল্টিপ্লায়ার
রেজিস্ট্রেশন প্রক্রিয়া-
ডিজিটাল যোদ্ধারা নির্ধারিত ওয়েবসাইট বা অনলাইন ফর্মের মাধ্যমে সাইন আপ করবেন।
শ্রেণিবিভাগ-
তথ্য সংগ্রহ করে অংশগ্রহণকারীদের ভূমিকা নির্ধারণ করা হবে—
কনটেন্ট ক্রিয়েটর
সোশ্যাল মিডিয়া ম্যানেজার
বা ডিজিটাল অ্যাম্পলিফায়ার
পরিচিতি তৈরির পদ্ধতি-
উদ্যোগ সম্পর্কে প্রাথমিক পরিচিতি ও দিক নির্দেশনা দেওয়া হবে।
প্রশিক্ষণ-
৪ সপ্তাহব্যাপী অনলাইন ও অফলাইন পদ্ধতিতে দক্ষতার জন্য উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এই উদ্যোগের সাথে যুক্ত হলে যোদ্ধাদের পাওনা-
– বাংলার ঐতিহ্যের অংশ হওয়া
– নিজের প্রতিভাকে তুলে ধরা
– নিজস্ব নেটওয়ার্ক গড়ে তোলা
– প্রকৃত পরিবর্তনের চালক হয়ে ওঠা
– স্বীকৃতি ও পুরস্কার লাভ
রেজিস্ট্রেশন শুরু হচ্ছে- ১৬ অক্টোবর, ২০২৫
রেজিস্ট্রেশন শেষ হচ্ছে-৩০ নভেম্বর, ২০২৫
রেজিস্ট্রেশন করতে হবে- www.ABDigitalJoddha.com
অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিয়ো বার্তা দিয়ে বলেছেন, “যাঁরা মিথ্যা ও ঘৃণার রাজনীতি করছে। সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, তাদের জবাব দিতে হবে পরিসংখ্যান, যুক্তি, তথ্য দিয়ে।” তিনি বলেন, “যদি আপনি নিজের হাতে বাংলার ভবিষ্যত গড়তে চান তাহলে সামিন হন যোদ্ধা হিসাবে আজই। চলুন একসঙ্গে মিলিত হয়ে সকলকে দেখাই ঐক্যবদ্ধভাবে বাংলার গর্জন কাকে বলে। বাংলার সংগ্রামী মাটি কতটা শক্তিশালী হতে পারে। বাংলার সংগ্রামী মাটি যদি চায় তাহলে বাংলা বিরোধীদের কী হাল আগামী দিন করতে পারে।”
