Dipsita Dhar: বাড়ি-গাড়ি-গয়না ‘শূন্য’, তবে দীপ্সিতার ব্যাঙ্কে আছে লক্ষ লক্ষ টাকা
Dipsita Dhar: ২০২১-এর বিধানসভা নির্বাচনেও সিপিএম প্রার্থী করেছিল দীপ্সিতাকে। বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাণা চট্টোপাধ্যায় ও বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে লড়াইতে ২২ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন দীপ্সিতা।

শ্রীরামপুর: ছাত্র নেত্রী হিসেবেই উত্থান শুরু দীপ্সিতার। আর আজ লোকসভা ভোটের লড়াইতে অবতীর্ণ হয়েছেন তিনি। আশুতোষ কলেজ থেকেই রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছিলেন শ্রীরামপুরের দীপ্সিতা ধর। ডোমজুড়ে তিনবারের বিধায়ক পদ্মনিধি ধরের নাতনি তিনি। বামপন্থী পরিবারের মেয়ে দীপ্সিতার রাজনীতিতে পা রাখা অবাক করেনি পরিবারকে। পড়াশোনার সূত্রে কলকাতা থেকে দিল্লি গিয়েছেন তিনি। আর সেই সঙ্গেই ধাপে ধাপে দায়িত্ব বেড়েছে তাঁর।
এসএফআই-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া থেকে কনভেনার, একের পর এক পদ পেয়েছেন দীপ্সিতা। বর্তমানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন তিনি। শ্রীরামপুরের সিপিএম প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পত্তি কত জানেন?
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, আয় বলতে কিছুই নেই দীপ্সিতা ধরের। তাঁর হাতে রয়েছে নগদ ২০ হাজার টাকা। তিনটি সেভিংস অ্যাকাউন্টে বেশ কিছু টাকা গচ্ছিত রেখেছেন তিনি। একটি অ্যাকাউন্টে ৪ লক্ষ ৩০ হাজার ৯১০ টাকা ও একটি অ্যাকাউন্টে ১৮ হাজার ১৭৯ টাকা রয়েছে দীপ্সিতার। এছাড়া ইলেকশন অ্যাকাউন্টে রয়েছে ৩০ হাজার টাকা।
মিউচুয়াল ফান্ড বা বিমায় তাঁর কোনও বিনিয়োগ নেই। দীপ্সিতার নামে নেই কোনও গাড়ি, নেই কোনও মূল্যবান গয়নাও। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ উল্লেখ করা হয়েছে, ৪ লক্ষ ৯৯ হাজার ৮৯ টাকা।
আর স্থাবর সম্পত্তি? সেখানে দীপ্সিতার খাতা একেবারেই শূন্য। না আছে কোনও বাড়ি, না আছে কোনও জমি, না আছে অন্য কোনও সম্পত্তি।
উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনেও সিপিএম প্রার্থী করেছিল দীপ্সিতাকে। বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাণা চট্টোপাধ্যায় ও বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে লড়াইতে ২২ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন দীপ্সিতা। এবার তাঁর প্রতিপক্ষ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিজেপির কবির শঙ্কর।
