Sandip Ghosh: সন্দীপ ঘোষকে অধ্যক্ষ মানবেই না ন্যাশনাল, বিধায়ক যেতেই বিক্ষোভ
CNMC: সকাল থেকে সিএনএমসির মূল ফটকে বেনিয়াপুকুর থানার পুলিশের ভিড়। কলকাতার এসিপি পদমর্যাদার একজন রয়েছেন। সকাল থেকে পুলিশের ব্রিফিং চলছে। এরইমধ্যে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা যেতেই অশান্ত হয় ক্যাম্পাস। আসেন মন্ত্রী জাভেদ খানও। স্বর্ণকমল সাহা বলেন, "কেন হাসপাতাল বন্ধ করে বিক্ষোভে যাচ্ছ আমাদের জানা দরকার।"
কলকাতা: সোমবার আরজি কর থেকে ইস্তফা দেওয়ার পরপরই ঘোষণা করা হয়, ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ করা হল সন্দীপ ঘোষকে। সন্দীপের এই নিয়োগ নিয়ে প্রতিবাদ শুরু হয় নতুন করে। মঙ্গলবার সকাল থেকেই প্রতিবাদে তপ্ত হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ (CNMC)। সেখানেও নয়া প্রিন্সিপালকে দায়িত্ব নিতে দিতে চাইছেন না পড়ুয়ারা। এক সন্দীপ নামেই ফুঁসছে আরজি কর থেকে ন্যাশনাল মেডিক্যাল।
প্রশাসনিক ভবনের সামনে মঙ্গলবার সকাল থেকে পড়ুয়ারা বসে। এদিকে এই পথ দিয়েই দায়িত্বভার নিতে যেতে হবে অধ্যক্ষকে। যে গেট দিয়ে অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঢোকার কথা, সেই গেট সোমবার রাত থেকে তালাবন্ধ। পড়ুয়ারা বলছেন, “কোনওভাবেই ওনাকে ঢুকতে দেব না। আমরা দেখে নিয়েছি প্রশাসক হিসাবে উনি কেমন। প্রমাণ করে দিয়েছেন সব। তাই কোনওভাবেই ওনাকে সিএনএমসিতে অ্যালাও করব না। আমরা কেউ ওনাকে প্রিন্সিপাল বলে মানব না। কোনওভাবেই মানব না। আরজি কর তো তিন বছর আগে পূর্ব ভারতের বেস্ট মেডিক্যাল কলেজের তকমা পেয়েছিল। আজ তো আরজি করের তকমা জানি। আমরা চাই না সিএনএমসির সেটা হোক। আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে, অনেক ঐতিহ্যের সাক্ষী। সেটা আমরা কালিমালিপ্ত হতে দেব না।”
সকাল থেকে সিএনএমসির মূল ফটকে বেনিয়াপুকুর থানার পুলিশের ভিড়। কলকাতার এসিপি পদমর্যাদার একজন রয়েছেন। সকাল থেকে পুলিশের ব্রিফিং চলছে। এরইমধ্যে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা যেতেই অশান্ত হয় ক্যাম্পাস। আসেন মন্ত্রী জাভেদ খানও। স্বর্ণকমল সাহা বলেন, “কেন হাসপাতাল বন্ধ করে বিক্ষোভে যাচ্ছ আমাদের জানা দরকার।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)