Protest at Tridhara: ত্রিধারায় উঠল ‘জাস্টিস’ স্লোগান, ৯জনকে আটক করে নিয়ে গেল পুলিশ

Abdul Aziz | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 09, 2024 | 11:14 PM

Protest at Tridhara: সকাল থেকেই পরিক্রমা কর্মসূচি ঘিরে বারবার উত্তপ্ত হয়েছে শহর। পুলিশের বিরুদ্ধে ম্যাটাডোর আটকে দেওয়ার অভিযোগ ওঠে। পরে ধর্মতলায় যানজট তৈরি  করারও অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত শুরু হয় পরিক্রমা।

Protest at Tridhara: ত্রিধারায় উঠল জাস্টিস স্লোগান, ৯জনকে আটক করে নিয়ে গেল পুলিশ
ত্রিধারায় উঠল জাস্টিস স্লোগান
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ষষ্ঠীর রাত বাড়তে আন্দোলনের সুরও চড়ল আরও। ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপের সামনে শোনা গেল জাস্টিস স্লোগান। একদল মানুষের মুখে এই স্লোগান শোনা যায় এদিন। তাঁদের হাতে বিচারের দাবিতে প্ল্যাকার্ডও দেখা যায় তাঁদের হাতে। এরপরই তাঁদের মধ্যে থেকে ৯জন চিকিৎসককে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।

৯ জনকে আটক করা হয়েছে এই অভিযোগে লালবাজারের সামনে হাজির হয়েছেন জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, পরিক্রমা কর্মসূচি থেকেই আটক করা হয়েছে ৯জনকে। তবে আটক করা হয়েছে কি না সে ব্যাপারে চিকিৎসকদের কাছে কোনও স্পষ্ট বার্তা নেই।

এদিন সকাল থেকেই পরিক্রমা কর্মসূচি ঘিরে বারবার উত্তপ্ত হয়েছে শহর। পুলিশের বিরুদ্ধে ম্যাটাডোর আটকে দেওয়ার অভিযোগ ওঠে। পরে ধর্মতলায় যানজট তৈরি  করারও অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত শুরু হয় পরিক্রমা। এদিন একাধিক পুজো মণ্ডপে গিয়ে লিফলেট বিলি করার পরিকল্পনা ছিল চিকিৎসকদের। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যাচ্ছে, এক্সিট গেট দিয়ে বেরনোর সময় পুলিশের সঙ্গে বচসা বাড়ে।

একদিকে যখন স্বাস্থ্য ভবনে মুখ্যসচিবের সঙ্গে চিকিৎসকদের বৈঠক চলছে, তার মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায়। আটক করার প্রতিবাদে লালবাজারের সামনে জড় হন চিকিৎসকদের একাংশ। তাঁদের সঙ্গে যোগ দেন বহু সাধারণ মানুষ।

তবে ত্রিধারা সম্মিলনীর পুজোর আয়োজকদের দাবি, তাঁদের মণ্ডপে এই ঘটনা ঘটেনি।

Next Article