Rain Forecast: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ঘূর্ণাবর্ত, পাক খেতে খেতে কতটা এগোল মৌসুমি বায়ু? কত স্পিডে এগোচ্ছে বর্ষা?
Rain Forecast: হাওয়া অফিস বলছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হচ্ছে। যেটি আবার দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভালই চলবে ঝড়-বৃষ্টি। বৃষ্টি বলেও সকাল থেকে বিকাল গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আর কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: দক্ষিণবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘের ‘মালা’। বিকাল থেকেই পশ্চিমাঞ্চলে ঝড়-বৃষ্টি চলছে। ঝাড়খণ্ডের বজ্রগর্ভ মেঘে ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। পূর্ব বর্ধমান, বাঁকুড়ায় ঝড়-বৃষ্টির লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
এদিকে গুটি গুটি পায়ে নয়, বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত দিনের আগেই ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে। গত চারদিনে মৌসুমি বায়ু নতুন করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়েছে। আন্দামান দ্বীপপুঞ্জের যে অংশ বাকি ছিল সেখানেও পা রেখেছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিনে মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়বে মৌসুমি বায়ু।
হাওয়া অফিস বলছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হচ্ছে। যেটি আবার দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভালই চলবে ঝড়-বৃষ্টি। বৃষ্টি বলেও সকাল থেকে বিকাল গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তুলনামূলকভাবে অস্বস্তি বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। তবে লাগাতার বৃষ্টির জেরে বুধবারের মধ্যে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সামান্য কমতে পারে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
