Weather Update: দক্ষিণের এই জেলাগুলিতে ঝেপে বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 23, 2022 | 7:51 PM

Rain in West Bengal: কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় নাজেহাল অবস্থা কলকাতার। একটু বৃষ্টির জন্য হাপিত্যেশ করে বসে রয়েছে কলকাতাবাসী। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Weather Update: দক্ষিণের এই জেলাগুলিতে ঝেপে বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া
আকাশ কালো করে মেঘ জমেছে (ফাইল ছবি)

Follow Us

কলকাতা : পূর্বাভাস ছিল বৃষ্টির (Rain in West Bengal), কিন্তু শেষ পর্যন্ত সেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন না কলকাতাবাসী। কলকাতা ও শহরতলি এলাকায় বৃষ্টির কোনও দেখা নেই এখনও। এখনও পর্যন্ত সেভাবে কালবৈশাখীরও দেখা নেই। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু সেই তালিকায় নেই কলকাতা। উত্তরের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে অনেকদিন ধরে। দক্ষিণবঙ্গে দেরিতে শুরু হলেও বেশ কিছু জেলায় বৃষ্টির দেখা মিলেছে। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় নাজেহাল অবস্থা কলকাতার। একটু বৃষ্টির জন্য হাপিত্যেশ করে বসে রয়েছে কলকাতাবাসী। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে যেমন লাগাতর বৃষ্টি হয়ে আসছে, তেমনই চলবে। উত্তরের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াল এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

কিছুদিন আগেই শোনা যাচ্ছিল, কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে বৃষ্টি নামবে। আশায় ছিল শহরবাসীও। প্রায় দুই মাস বৃষ্টি হয়নি শহরে। চাতক পাখির মতো একটু বৃষ্টির জন্য বসে রয়েছে শহরবাসী। কিন্তু কেন প্রকৃতির এই রূপ বদল? বৃষ্টি কোথায় গেল? আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম হচ্ছে। আর তাছাড়া মূলত পশ্চিমাঞ্চলে জমা মেঘের থেকেই কলকাতায় বৃষ্টি হয়। কিন্তু সেই মেঘের দেখা নেই আপাতত। ফলে কলকাতায় বৃষ্টির সম্ভবনা আপাতত প্রায় নেই বললেই চলে।

আরও পড়ুন : Anubrata Mandal vs CBI: চিকিৎসকদের নির্দেশে ‘বেড রেস্ট’, CBI-এর থেকে চার সপ্তাহ সময় চাইলেন অনুব্রত

আরও পড়ুন : Anubrata Mandal: জোড়া ফলায় ‘বিদ্ধ’ অনুব্রত, এবার ভোট পরবর্তী হিংসাতেও তলব সিবিআইয়ের, রবিবারই হাজিরার নির্দেশ

Next Article