Rain in Kolkata: সন্ধ্যাতেই দেখা মিলতে পারে ঘন মেঘের, ভিজতে পারে তিলোত্তমা

Rain in Kolkata: বৃষ্টির সঙ্গে আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আগামী দুদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও পরবর্তী দুদিনে কলকাতা তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

Rain in Kolkata: সন্ধ্যাতেই দেখা মিলতে পারে ঘন মেঘের, ভিজতে পারে তিলোত্তমা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 5:31 PM

কলকাতা: কমেছে দাবদাহ। নিস্তার মিলেছে তাপপ্রবাহের (Heat Wave) হাত থেকে। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস বাংলাজুড়ে। আর তাতেই স্বস্তির হাওয়া গোটা বাংলায়। রবিবারও সকাল থেকে কলকাতায় (Kolkata) আংশিক মেঘলা আকাশের দেখা মিলেছে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি  ও সর্বনিম্ন ২৫ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এমনই জানাচ্ছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস এও বলছে, রাজ্যের সব জেলাতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সর্তকতা রয়েছে। অন্যদিকে রবিবারই আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সঙ্গে আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আগামী দুদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও পরবর্তী দুদিনে কলকাতার তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে তারপর ফের বাড়তে পারে গরম। তবে বর্তমানে আবহাওয়ার যা পরিস্থিতি তাতে চলতি মাসের শেষ পর্যন্ত তাপপ্রবাহের আর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। মোটের উপর নীচের দিকেই থাকবে তাপমাত্রার পারা।