Weather Update: অবশেষে ঘুম ভাঙল বর্ষার, কবে থেকে বৃষ্টি শুরু? বড় আপডেট দিল হাওয়া অফিস
Weather Update: গত কয়েকদিনে তাপমাত্রা বেড়ে গিয়েছে অনেকটাই। শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও অস্বস্তি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে গরম বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

কলকাতা: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে আগেই। এবার যে নির্দিষ্ট সময়ের অনেক আগেই বর্ষা এসে পড়েছে, সে খবর সবারই জানা। তবে তারপরও গরম কমছে না। প্রতিদিন সকালে চড়া রোদে প্রাণ ওষ্ঠাগত। অবশেষে সুখবর দিল হাওয়া অফিস। শেষ পর্যন্ত ঘুম ভাঙছে বর্ষার।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝিমিয়ে থাকা বর্ষা এবার অবশেষে সক্রিয় হচ্ছে। চারদিনের মধ্যে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বৃষ্টি শুরু হলেই মিলবে স্বস্তি। তাপমাত্রা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে। দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমার আশা রয়েছে।
এদিকে, শনিবার ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে।
গত কয়েকদিনে তাপমাত্রা বেড়ে গিয়েছে অনেকটাই। শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও অস্বস্তি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে গরম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তাই বর্ষার খবরে কিছুটা হলেও স্বস্তি মিলছে।
