Raj Bhavan: ধর্ষণের অভিযোগ আসার পরই বোসের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামছে TMC
TMC Raj Bhavan Abhiyan: ওয়েবকুপার সদস্য মণিশঙ্কর মণ্ডল বলেন, "রাজ্যপালের পদত্যাগের দাবিতে আমরা রাজভবন অভিযান করব। সেই অনুমতি নেওয়ার জন্য আমরা কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। আইন মেনে ধর্মতলা ওয়াই চ্যানেলে জমায়েত করে আগামী দিন রাজভবন অভিযান করব।"
কলকাতা: প্রথমে শ্লীলতাহানি। তারপর ধর্ষণ। গুরুতর অভিযোগ উঠছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। আর এরই প্রতিবাদে পথে নামতে চলছে তৃণমূলের শিক্ষাসেল। শুক্রবার রাজভবন অভিযানে তৃণমূল শিক্ষাসেলের কর্মীরা। যৌন নিগ্রহ বিতর্কে রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসকদল। ভোটের আগে কি বেকায়দায় ফেলতে চাইছে রাজ্যপালকে?
ওয়েবকুপার সদস্য মণিশঙ্কর মণ্ডল বলেন, “রাজ্যপালের পদত্যাগের দাবিতে আমরা রাজভবন অভিযান করব। সেই অনুমতি নেওয়ার জন্য আমরা কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। আইন মেনে ধর্মতলা ওয়াই চ্যানেলে জমায়েত করে আগামী দিন রাজভবন অভিযান করব।”
এ দিকে, আবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন আসল কোনও লোক শিক্ষক যাবে না। তিনি বলেন, “কিছু জালি মাল যেতে পারে। তৃণমূলের মতো ছিন্নমূল দলকে শেষ করার জন্য রাজ্যপাল ও রাজভবন যথেষ্ট। এটা নিয়ে আমাদের নাক গলানোর দরকার নেই।” অপরদিকে, বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এটা নোংরা রাজনীতি। মুখ্যমন্ত্রী সেটাকে রাস্তায় নিয়ে আসছেন।”
এটা প্রশাসনিক ও তদন্তের বিষয় রয়েছে। কোনও একজন বিশিষ্ট নৃত্যশিল্পী গুরুতর অভিযোগ পুলিশের কাছে করেছিলেন। বারবার একই ধরনের অভিযোগ যখন আসছেন এটা অত্যন্ত উদ্বেগের।” যদিও এই নিয়ে মন্তব্য করতে চাননি রাজ্যপাল।