Rajarhat: পড়ে রইল জুতো, বল কুড়োতে গিয়ে তলিয়ে গেল খালে, রাজারহাটে ভয়ঙ্কর ঘটনা

Rajarhat: জানা গিয়েছে, মধ্যমগ্রাম থানা এলাকার দিয়ারা গ্রামে বিকেলে খেলার মাঠে ফুটবল খেলছিল একদল যুবক। খেলতে খেলতে ফুটবলটি খালে পড়ে যায়। সেই ফুটবল তুলতে গিয়ে তলিয়ে যায় এক যুবক। তাঁর নাম ঋষভ কুণ্ডু (২০)। কয়েকজন বন্ধু চেষ্টা করলেও তারা উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে রাজারহাট এবং মধ্যমগ্রাম থানার পুলিশ যায়।

Rajarhat: পড়ে রইল জুতো, বল কুড়োতে গিয়ে তলিয়ে গেল খালে, রাজারহাটে ভয়ঙ্কর ঘটনা
রাজারহাটে খালে তলিয়ে গেল যুবক Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 1:05 PM

রাজারহাট: বিকেলবেলা এলাকার সকলে মিলে ফুটবল খেলতে গিয়েছিলেন। সেই সময় আচমকা খালের জলে পড়ে যায় একটি ফুটবল। সেই ফুটবল কুড়োতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা। তলিয়ে গেল যুবক। ঘটনাস্থলে মধ্যমগ্রাম ও রাজারহাট থানার পুলিশ।

জানা গিয়েছে, মধ্যমগ্রাম থানা এলাকার দিয়ারা গ্রামে বিকেলে খেলার মাঠে ফুটবল খেলছিল একদল যুবক। খেলতে খেলতে ফুটবলটি খালে পড়ে যায়। সেই ফুটবল তুলতে গিয়ে তলিয়ে যায় এক যুবক। তাঁর নাম ঋষভ কুণ্ডু (২০)। কয়েকজন বন্ধু চেষ্টা করলেও তারা উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে রাজারহাট এবং মধ্যমগ্রাম থানার পুলিশ যায়।

প্রথমে রাজারহাট থানার পুলিশের তরফ থেকে একজন ডুবুরি নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয়। পরে মধ্যমগ্রাম থানা কে পুরো বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ এলেও এখনো পর্যন্ত কোনো ডুবুরি আসেনি বলে এলাকার বাসিন্দাদের ক্ষোভ। এখনো পর্যন্ত ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। এক প্রত্যক্ষদর্শী বলেন, “ও বল কুড়োতে গিয়েছিল। কিন্তু আর ফিরে আসতে পারেনি। যেহেতু ও খেলছিল সেই কারণে দমের সমস্যা হয়েছিল।”