North Bengal Disasters: কেন্দ্রীয় পথ খুলতে উদ্যোগী বিস্তা, মমতাকে ‘অনুরোধ’ চিঠি দার্জিলিঙের সাংসদের

Raju Bista Letter to Mamata Banerjee 2025: তাঁর সংযোজন, 'দয়া করে দার্জিলিং, তরাই এবং ডুয়ার্স সংলগ্ন অঞ্চলে বৃষ্টির জন্য তৈরি হওয়া ভূমিধসকে রাজ্যস্তরীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করুন। পাশাপাশি, কেন্দ্রকেও এই ক্ষয় ক্ষতি, মানুষের মৃত্যুর পরিসংখ্যান সম্পর্কে জানান।'

North Bengal Disasters: কেন্দ্রীয় পথ খুলতে উদ্যোগী বিস্তা, মমতাকে অনুরোধ চিঠি দার্জিলিঙের সাংসদের
বাঁদিকে রাজু বিস্তা, ডানদিকে মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Oct 05, 2025 | 7:42 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি লিখলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। উত্তরবঙ্গে উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যা। ভূমি ধসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দার্জিলিং , কালিম্পং এবং মিরিকে। বানভাসী হয়েছে উত্তরের নীচের দিকের জেলাগুলি। আর এই আবহেই মুখ্য়মন্ত্রীকে চিঠি লিখলেন পাহাড়ের বিজেপি সাংসদ।

চিঠিতে কী দাবি সাংসদের?

মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্য জুড়ে বিপর্যয় বা ‘স্টেট ডিজ়াস্টার’ ঘোষণার আর্জি জানিয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ। সেই চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনি জানেন গত দু’দিন ধরে চলা লাগাতর বৃষ্টির জেরে দার্জিলিং, তরাই এবং ডুয়ার্স সংলগ্ন অঞ্চলগুলিতে ভয়াবহ ক্ষতি হয়ে গিয়েছে। তাই এই পাহাড়বাসীদের প্রতিনিধি হিসাবে আপনার কাছে একটাই আর্জি রাখতে চাই।’

তাঁর সংযোজন, ‘দয়া করে দার্জিলিং, তরাই এবং ডুয়ার্স সংলগ্ন অঞ্চলে বৃষ্টির জন্য তৈরি হওয়া ভূমিধসকে রাজ্যস্তরীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করুন। পাশাপাশি, কেন্দ্রকেও এই ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যুর পরিসংখ্যান সম্পর্কে জানান। তাদের জানান, এই বৃষ্টির জেরে পাহাড়ের মানুষের জনজীবন, কৃষি জমি, রাস্তাঘাট কি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তা হলে কেন্দ্রও তাদের তরফ থেকে আমাদের দিকে বাড়তি সাহায্যের হাত এগিয়ে দিতে পারবে।’

এরপরেই রাজ্যের দিকে আক্রমণের সুরে ওই বিজেপি সাংসদ লেখেন, ‘আজ এই অনুরোধ করার কারণ একটাই। ২০২৩ সালে তিস্তায় হওয়া বন্যাকে রাজ্য বিপর্যয় বলে ঘোষণা না করার জেরে দুর্গতরা কোনও রকম ক্ষতিপূরণ পাননি। সবটা থেকে কার্যত তাঁরা বঞ্চিত হয়েছেন। আমার বিশ্বাস এবার আপনি সেই দুর্গতদের পাশে দাঁড়াবেন। রাজ্যের পাশাপাশি, কেন্দ্রীয় ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ করে দেবেন।’

উল্লেখ্য, শনিবার ও রবিবারের রাত থেকে ভূমিধসে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গে পার্বত্য ঘেঁষা জেলাগুলি। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দার্জিলিং, কালিম্পং এবং মিরিকে। বানভাসী হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার সংলগ্ন এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপর্যয়ের জেরে এখনও পর্যন্ত ২৭ জনের। আগামিকাল উত্তরবঙ্গে যেতে চলেছে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। আর তার আগেই তাঁকে চিঠি পাঠালেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা।