Ananta Maharaj: ‘বঙ্গ ভাগ, নাকি বঙ্গ এক…’, মনোনয়ন জমা দিয়ে মুখ খুললেন অনন্ত মহারাজ

Rajya Sabha Election 2023: পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে খুশি তিনি। বলছেন, 'পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হয়ে যাওয়ার সুযোগ পেয়ে ধন্য।'

Ananta Maharaj: 'বঙ্গ ভাগ, নাকি বঙ্গ এক...', মনোনয়ন জমা দিয়ে মুখ খুললেন অনন্ত মহারাজ
অনন্ত মহারাজImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2023 | 9:07 PM

কলকাতা: রাজ্যসভার ভোটে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন জমা দেন। তাঁকে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী করায় বেশ বিরক্ত তৃণমূল শিবির। কারণ, অতীতে বিভিন্ন সময়ে আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছেন তিনি। আর এবার সেই অনন্ত মহারাজকে রাজ্যসভার প্রার্থী করায়, বকলমে বঙ্গভঙ্গের দাবিকে প্রশ্রয় দিচ্ছে বিজেপি, এমনই অভিযোগ শাসক দলের। আর এসবের মধ্যেই এবার মুখ খুললেন অনন্ত মহারাজ। বঙ্গভঙ্গ ইস্যু নিয়ে বিতর্কের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থীর জবাব, ‘বঙ্গ ভাগ, নাকি বঙ্গ এক… এ তো সংবিধান বলবে।’ তবে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে খুশি তিনি। বলছেন, ‘পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হয়ে যাওয়ার সুযোগ পেয়ে ধন্য।’

আগামী দিনে রাজ্যসভার সাংসদ হলে সংসদীয় রাজনীতিতে কী ভূমিকা থাকবে অনন্ত মহারাজের? গ্রেটার নেতা বলছেন, সর্বজনীন বিকাশের লক্ষ্যেই তিনি কাজ করবেন। নতুন অভিজ্ঞতাকে পুরোপুরি কাজে লাগাতে প্রস্তুত তিনি। কিন্তু রাজ্যসভার সাংসদ হওয়ার পরেও কি বঙ্গভঙ্গের ইস্যুতে তাঁর অবস্থান একইরকম থাকবে? প্রশ্ন করায় বিজেপি প্রার্থী বললেন, ‘সময় আসুক, তারপর বলছি। সময়েই বুঝতে পারবেন।’

কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও প্রশ্ন করা হয়েছিল অনন্ত মহারাজকে প্রার্থী করা প্রসঙ্গে। সাংসদ বলেন, ‘অনন্ত মহারাজ রাজবংশী সমাজ-সহ উত্তরবঙ্গের বৃহত্তর সমাজের বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। পাশাপাশি রাজবংশীদের বিভিন্ন অসুবিধা ও দাবিদাওয়ার কথা তুলে ধরেছেন। তাঁকে রাজ্যসভায় পাঠালে উত্তরবঙ্গের রাজবংশীদের হয়ে এবং সমগ্র পশ্চিমবঙ্গের জন্য দাবিদাওয়া রাজ্যসভায় তুলে ধরবেন বলে আশা করি।’