Recruitment Scam: কুন্তলের অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষ টাকার ঢুকেছে পার্লারের মালিকের অ্যাকাউন্টে! নিয়োগ দুর্নীতিতে কোন নয়া সূত্র পেল ইডি?

Recruitment Scam: পার্লার মালিক সংক্রান্ত তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। রিজেন্ট পার্কে বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটও কিনেছিলেন সোমা।

Recruitment Scam: কুন্তলের অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষ টাকার ঢুকেছে পার্লারের মালিকের অ্যাকাউন্টে! নিয়োগ দুর্নীতিতে কোন নয়া সূত্র পেল ইডি?
সোমা চক্রবর্তী (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2023 | 2:50 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষ টাকা গিয়েছে পার্লারের মালিক সোমার কাছে। ইডির তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে খবর, আপাতত এই সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে বলে খবর। টাকার অঙ্ক আরও বেশি কিনা, জানতে দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস ঘেঁটে দেখছেন তদন্তকারীরা। আপাতত ৪ দফায় টাকা লেনদেনের তথ্য হাতে এসেছে বলে ইডি সূত্রে খবর। একবার ৩০ লক্ষ, বাকি টাকা পরের কয়েক দফায় সোমার অ্যাকাউন্টে ঢুকেছে বলে জানা গিয়েছে। কুন্তলের টাকা কি তবে পার্লাসের ব্যবসাতেও খাটতো, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, দক্ষিণ কলকাতা ও বিধাননগরে দুটি সেলুন আছে সোমার। পার্লার মালিক সংক্রান্ত তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। রিজেন্ট পার্কে বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটও কিনেছিলেন সোমা। বিষয়টি নিয়ে খোঁজ করতে জানা যায়, সোমা বাড়িতে নেই। তবে এই ফ্ল্যাট যে সোমারই, তা নিশ্চিত করেন ওই আবাসনের নিরাপত্তারক্ষী।

শুক্রবারই তলব করা হয়েছিল সোমা চক্রবর্তীকে। দীর্ঘ ছ ঘন্টা কুড়ি মিনিট ধরে সোমাকে জিজ্ঞাসাবাদ করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার দুপুরে ইডি অফিসে যান তিনি। সন্ধ্যা ৭ টা ২২ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। জানা গিয়েছে, মূলত লেনদেনের বিষয়েই তাঁকে প্রশ্ন করা হয়েছে। কুন্তল ঘোষের সঙ্গে তাঁর লেনদেন কথা জানতে পেরেই তাঁকে তলব করা হয়েছিল বলে সূত্রের খবর।

এক জন যুব তৃণমূল নেতা, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেন এত মোটা টাকা ঢুকবে একজন পার্লার মালিকের অ্যাকাউন্টে? এই উত্তরই হন্যে হয়ে খুঁজছেন তদন্তকারীরা। আর সেই সূত্র ধরেই উঠে আসে সোমা চক্রবর্তীর নাম। সূত্র মারফত জানা যায়, মিডলম্যানের মাধ্যমে মোটা টাকার লেনদেন হয়েছে দুপক্ষের মধ্যে। প্রশ্ন, কুন্তলের সঙ্গে কীভাবে পরিচয় এই পার্লাসের মালিকের? তাঁদের দুজনের মধ্যে কি কোনও ব্যবসায়ীক সম্পর্ক ছিল? কেন কুন্তলের অ্যাকাউন্ট থেকে সোমার অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা ঢুকেছে? এই সব বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা।