Recruitment Scam: ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটারে আব্দুল খালেকের সই? এবার জানতে তৎপর CBI
Recruitment Scam: সিবিআই-এর তরফে নিয়োগ মামলায় অভিযুক্ত প্রদীপ সিংহ, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোক সাহাকে জেলে গিয়ে জেরার আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।
কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় পরতে পরতে রহস্য। ওএমআর শিটে প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে কারচুপির পাশাপাশি মিলেছে একাধিক ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র। আর সেই সব নিয়োগপত্রে কার সই, তা জানতে তৎপর গোয়েন্দার। বৃহস্পতিবার নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত আব্দুল খালেকের হাতের লেখা সংগ্রহ করল। ওই ব্যক্তির হাতের লেখার সঙ্গে নিয়োগপত্রে থাকা স্বাক্ষরের মিল পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এদিন স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের নিয়োগ সংক্রান্ত মামলায় হাজিরা দিয়েছিলেন আব্দুল খালেক। সিবিআই আদালতে জানিয়েছে এদিন হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে চন্দন মণ্ডল, শাহিদ ইমাম সহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই তালিকায় নাম ছিল আব্দুল খালেকেরও। এলাকায় তৃণমূল নেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি। স্কুলে ক্লার্ক পদে কাজ করতেন। মালদহের ইংরেজবাজারে সানিপার্ক এলাকায় তাঁর বিশাল বাড়ি রয়েছে। তাঁর সম্পত্তি নিয়ে চর্চাও হয়েছে অনেক। সেই আব্দুল খালেকের সই নিয়েই এবার সন্দেহ দানা বেঁধেছে গোয়েন্দাদের। এদিকে আব্দুল খালেক হাইকোর্টে ইতিমধ্যেই জামিনের আবেদন জানিয়েছেন।
এদিন সিবিআই-এর তরফে নিয়োগ মামলায় অভিযুক্ত প্রদীপ সিংহ, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোক সাহাকে জেলে গিয়ে জেরার আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। সেই মর্মে জেল কতৃপক্ষকে নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে। অন্য়দিকে, শান্তিপ্রসাদ সিনহা ও আব্দুল খালেককে ১৭ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আব্দুল খালেক বাদে কাউকেই এদিন আদালতে সশরীরে হাজির করা হয়নি।