AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে আবার কাটাছেঁড়া, ইডি-র নজরে শাসকনেতা, তলব সিজিও কমপ্লেক্সে

Recruitment Scam: প্রাথমিকাভাবে জানা গিয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে। তদন্তে নেমে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, বেশ কয়েকজন সাক্ষীর মুখ থেকে অম্বরীশের নাম উঠে এসেছিল।

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে আবার কাটাছেঁড়া, ইডি-র নজরে শাসকনেতা, তলব সিজিও কমপ্লেক্সে
তৃণমূল যুব সভাপতি অম্বরিশ সরকারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2025 | 11:36 AM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায়  শাসক নেতাকে তলব করা হল। দক্ষিণ দিনাজপুরের যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকারকে তলব করেছে ইডি। সোমবারই তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছেন ইডি আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি এদিন হাজিরা দিতে পারেন। প্রাথমিকাভাবে জানা গিয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে। তদন্তে নেমে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, বেশ কয়েকজন সাক্ষীর মুখ থেকে অম্বরীশের নাম উঠে এসেছিল। এই প্রথমবার তাঁকে তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ান রেকর্ড করা হবে। অন্যান্য যে সব তথ্য় প্রমাণ তদন্তকারীদের হাতে রয়েছে, সেগুলির সঙ্গে মিলিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, চাকরি দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরিশ সরকারের বিরুদ্ধে। গতবছর গঙ্গারামপুর মহকুমা আদালতের মাধ্যমে কুশমণ্ডি থানায় এনিয়ে মামলা দায়ের করেছেন কলকাতার এক ব্যক্তি। অভিযোগ, গ্রুপ ডির চাকরি করিয়ে দেওয়ার নামেই ওই টাকা নেওয়া হয়েছে। যদিও বা অভিযোগ দায়েরের পর ওই মামলাকারী প্রকাশ্যে আসেননি। এনিয়েই অম্বরিশকে কলকাতায় এদিন ইডি ডেকে পাঠিয়েছে।

অম্বরিশ সরকার রাজ্য তৃণমূলের মুখপাত্রের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি ও জেলা পরিষদের সহকারি সভাধিপতি পদে রয়েছেন অম্বরিশ সরকার। জেলার এমন হেভিওয়েট নেতার বিরুদ্ধে এমন অভিযোগে শোরগোল রাজনৈতিক মহলে। তবে ওই সময়ই অম্বরিশ সরকার এমন অভিযোগ পুরোপুরি ভাবে অস্বীকার করেন। এমনকি এই অভিযোগের পেছনে বিরাট ষড়যন্ত্র দেখছে বলেই তিনি জানিয়েছিকেন। অন্য কোন দল নয়, নিজের দলের নেতারাই এমন ষড়যন্ত্র করেছে বলেই অম্বরিশ জানিয়েছে৷ নাম না করে মন্ত্রী গোষ্ঠীর দিকেই আঙুল তুলেছে অম্বরিশ সরকার।