AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BGBS 2025: মমতা নামের মানে কী? বুঝিয়ে দিলেন মুকেশ অম্বানী

BGBS 2025: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার বলেন, "মমতাদিদি, আপনাকে এবং আপনার সরকারকে ধন্যবাদ জানাই এমন সম্মেলন আয়োজনের জন্য। ২০১৬ সাল থেকে প্রত্যেকবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছি। আমি প্রত্যেকবার ভাবি, আগেরবারের থেকে এবার ভাল হতে পারবে না। কিন্তু, আপনি(মুখ্যমন্ত্রী) প্রত্যেকবার আমাকে ভুল প্রমাণিত করেছেন।"

BGBS 2025: মমতা নামের মানে কী? বুঝিয়ে দিলেন মুকেশ অম্বানী
বিজিবিএস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
| Edited By: | Updated on: Feb 06, 2025 | 12:01 AM
Share

কলকাতা: ২০১৬ সাল থেকে তিনি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন। প্রতিবারই সম্মেলনে আয়োজন দেখে মুগ্ধ হন। বুধবার তাঁর সেই মুগ্ধতার কথা জানালেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন মুকেশ। মুখ্যমন্ত্রী প্রত্যেকদিন যতটা হাঁটেন, তা জেনে বিস্মিত হলেন। একইসঙ্গে জানালেন, মমতা শব্দের অর্থ কী?

বুধবার থেকে ২ দিনের এই বাণিজ্য সম্মেলনে বাংলায় রিলায়েন্সের বিনিয়োগের লক্ষ্যের কথা যেমন তুলে ধরলেন মুকেশ, তেমনই বাংলার সংস্কৃতি, সাহিত্যও জায়গা পেল তাঁর বক্তব্যে। এদিন মুকেশ শুরুতেই বলেন, “আধ্যাত্মিকতা, সাহিত্য, সংস্কৃতি ও দেশপ্রেমিকদের ভূমি বাংলা। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, হেমন্ত মুখোপাধ্যায়ের ভূমি। বাংলা নবজাগরণের মাটি। এখন অর্থনীতি ও বাণিজ্যের নবজাগরণ হচ্ছে বাংলায়।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার বলেন, “মমতাদিদি, আপনাকে এবং আপনার সরকারকে ধন্যবাদ জানাই এমন সম্মেলন আয়োজনের জন্য। ২০১৬ সাল থেকে প্রত্যেকবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছি। আমি প্রত্যেকবার ভাবি, আগেরবারের থেকে এবার ভাল হতে পারবে না। কিন্তু, আপনি(মুখ্যমন্ত্রী) প্রত্যেকবার আমাকে ভুল প্রমাণিত করেছেন। প্রত্যেকবার সম্মেলনের আয়োজন আরও বড় করে হয়েছে।”

আজকে বাংলা মানে দক্ষ বাস্তবায়ন। মমতাদিদির নেতৃত্বে বাংলা মানে বাণিজ্য। মমতাদিদি মানেই বাণিজ্য। এবং তা হৃদয় থেকে। সৌরভ বলেছেন, মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর টিম তা করে দেখিয়েছে। এটাই একজন মহান লিডারের পরিচয়। প্রায় ১৪ বছর তিনি ক্ষমতায় রয়েছেন।

মমতা নামের অর্থও বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে তুলে ধরেন মুকেশ অম্বানী। বলেন, “মমতাদিদি আপনার নামের মানে সহানুভূতি কিংবা সমবেদনা। কিন্তু, আপনি একজন ক্লান্তিহীন লিডার। মমতাদিদি আমায় বলছিলেন, তিনি ৬৪ হাজার স্টেপ হাঁটেন। আমি ভেবেছিলাম, সপ্তাহে এতটা হাঁটেন তিনি। তখন মমতাদিদি বললেন, না প্রতিদিন ৬৪ হাজার স্টেপ হাঁটেন। এটাই তাঁর শক্তি।” এদিন বক্তব্যের মাঝে মুখ্যমন্ত্রীর লেখা একটি কবিতার এক লাইন পড়ে তাঁর ব্যাখ্যাও দিতে দেখা যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারকে।