RG Kar Case: মৃত্যুর পর তিলোত্তমা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন কীভাবে! ফোন ব্যবহার করল কারা! স্ক্রিনশট সহ আদালতে বিস্ফোরক অভিযোগ
RG Kar Case: পরিবারের আইনজীবির দাবি, হাইকোর্টে একরকম বক্তব্য রাখছেন, শিয়ালদহ আদালতে আর একরকম বক্তব্য রাখছে সিবিআই। স্টেটাস রিপোর্টে যা লেখা হয়েছে, তাতে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।

কলকাতা: তিলোত্তমা মামলায় আদালতে বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার পরিবারের। আইনজীবীর দাবি, খুনের পর নির্যাতিতার ফোন ব্যবহার করা হয়েছে! ফোনটি যখন সিবিআই হেফাজতে ছিল, তখনই সেটি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। আইনজীবীর প্রশ্ন, তিলোত্তমার মৃত্যুর পর তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন কীভাবে? আদালতে প্রমাণসহ অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে।
সোমবার তিলোত্তমা ধর্ষণ ও হত্যা মামলায় শিয়ালদহ আদালতে তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সূত্রের খবর, স্টেটাস রিপোর্টে উল্লেখ আছে যে, ওই মামলায় নতুন করে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে শতাধিক আবেদন ও অভিযোগ জমা পড়েছিল। সেগুলি খতিয়ে দেখার কাজ চলছে বলেও জানিয়েছে তদন্তকারী সংস্থা। এছাড়া ঘটনার পরের ২০০টি ভিডিয়ো ক্লিপে নজর রাখা হচ্ছে।
পরিবারের আইনজীবির দাবি, হাইকোর্টে একরকম বক্তব্য রাখছে, শিয়ালদহ আদালতে আর একরকম বক্তব্য রাখছে সিবিআই। স্টেটাস রিপোর্টে যা লেখা হয়েছে, তাতে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি আইনজীবীর। তিনি এদিন একটি স্ক্রিনশট নিয়ে আদালতে জমা দেন। সেখানেই দেখানো হয়েছে যে, তিলোত্তমার মৃত্যুর কয়েকমাস পর তাঁর নম্বর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয় গিয়েছে।
এখানেই শেষ নয়। সোমবার একটি ‘সিনোপসিস’ তৈরি করে জমা দিয়েছেন তিলোত্তমার পরিবারের আইনজীবী। ঘটনার আগে ও ঘটনার পর কী হয়েছে, তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এটি। সিলবন্ধ খামে এদিন সেই সিনোপসিস জমা দেওয়া হয় আদালতে। সেখানে অনেক প্রশ্নের উত্তর আছে বলেও জানিয়েছেন আইনজীবী। এদিকে, সিবিআই-এর আইনজীবী বলেন, “পরিবারের আইনজীবী যে সিনোপসসি দিলেন, তা গ্রহণযোগ্য কি না দেখা হোক।”
তিলোত্তমার পরিবারের আইনজীবী বলেন, “হোয়াটসঅ্যাপ গ্রুপের লাস্ট লাইনটা দেখুন স্যার। প্রমাণ লোপাটের প্রমাণ। আমরা যা যা পয়েন্ট দিচ্ছি, সেগুলোর তদন্ত হচ্ছে কি না, সেটা দেখবেন স্যার।”
