তিলোত্তমার ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের। আরজি করের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা ও সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলেছেন তাঁরা। তবে লালবাজারে যাওয়ার আগেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয় প্রতিবাদীদের। যার জেরে কার্যত ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা। ব্যারিকেডের উল্টো দিকে বসে পড়েন তাঁরা। কুশপুতুল পোড়ানো হয় বিনীত গোয়েলের। অপরদিকে, অনড় পুলিশও। তাঁরা জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলকেই ভিতরে প্রবেশ করতে দেবেন বলেই সাফ জানায়।
এদিকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে। নিজাম প্যালেসে রাখা হয়েছে তাঁদের।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ চারজনকে নিজাম প্যালেসে রাখা হয়েছে। রাতে সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আসেন চিকিৎসকরা। প্রায় ২ ঘণ্টা নিজাম প্যালেসে ছিলেন চিকিৎসকরা। সন্দীপদের স্বাস্থ্য পরীক্ষার পর সেখান থেকে চলে যান।
আজ লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। সেখানে পৌঁছন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সেখানে পৌঁছতেই প্রাক্তন বিচারপতিকে দেখে উঠল গো-ব্যাক স্লোগান। যদিও, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি এখানে কোনও রাজনৈতিক নেতা হিসাবে আসেননি। এমনকী তাঁর দলও জানে না তিনি এখানে এসেছেন। আন্দোলনকারীদের পাশে থাকতেই লালবাজার গিয়েছেন অভিজিৎ।
শুধু সন্দীপ ঘোষ নয় আরও তিনজন গ্রেফতার হয়েছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি। তবে তাঁরা কারা সেই নাম এখনও প্রকাশ্যে আসেনি।
বিস্তারিত পড়ুন: একা সন্দীপ নন, গ্রেফতার আরও ৩, কারা তাঁরা?
লালবাজার থেকে মাত্র ৮০০ মিটার দূরে বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপরে যখন আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা যখন দাবি তুলছেন পুলিশ কমিশনারেরকে দেখা করতে হবে। তখন কার্যত নিরুত্তাপ পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দু’টি পাইলট কার নিয়ে ৯:১৫ মিনিট নাগাদ বেরিয়ে গেলেন লালবাজার থেকে।
সিবিআই-এর হাতে গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারপর থেকেই উচ্ছ্বাস শুরু লালবাজারে। তবে এরপরও জুনিয়ার চিকিৎসকদের বক্তব্য, মূল আন্দোলন থেকে যেন নজর না ঘুরে যায়। অর্থাৎ তাঁদের পরিষ্কার বক্তব্য তিলোত্তমার সঙ্গে যে বা যাঁরা এই নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে তাঁদের গ্রেফতার করতেই হবে।
বিস্তারিত পড়ুন: ‘আমাদের বোন কিন্তু এখনও বিচার পায়নি’, ডাক্তাররা বুঝিয়ে দিলেন কী চাইছেন তাঁরা
সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই উচ্ছ্বাস লালবাজারে। তবে ডাক্তারদের দাবি, মূল বিষয় থেকে নজর যেন না সরে যায়। আমরা আন্দোলন থামাবো না। সিপিকে ইস্তফা দিতেই হবে।
একদিকে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ঘিরে যখন তপ্ত মহানগর। তখন আরজি করকাণ্ডে নয়া আপডেট। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোল সিবিআই। সিজিও-এর পিছনের রাস্তা দিয়ে সন্দীপকে নিয়ে বেরোন সিবিআইয়ের আধিকারিকরা। সোমবার সন্ধ্যায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপকে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যে পথে গাড়ি এগোচ্ছে, তা নিজাম প্যালেসের রাস্তা। তবে কি নিজামে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপকে?
বিস্তারিত পড়ুন: সন্দীপ ঘোষকে গাড়িতে তুলে নিয়ে চলল সিবিআই, কোনও বড় খবর এবার?
পুলিশকে দশ মিনিট সময় বেঁধে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সোমবার লালবাজার অভিযানে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। তবে পুলিশ অনেক আগেই ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়ায় এবার পাল্টা পুলিশকেই সময় বেঁধে দিলেন তাঁরা। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, “হয় প্রত্যেককে লালবাজারে যেতে দিতে হবে। নয়ত সিপি বিনীতি গোয়েলকে ১০ মিনিটের মধ্যে আসতে হবে।”
বিস্তারিত পড়ুন: ‘১০ মিনিটের মধ্যে বিনীত গোয়েলকে আসতে হবে, নয়ত…’, পুলিশকে সময় দিয়ে দিল ডাক্তাররা