RG Kar: ১ ঘণ্টা ধরে দুই বিশিষ্ট ডাক্তারকে জিজ্ঞাসাবাদ লালবাজারের, বেরিয়েই বললেন, ‘এভাবে মানুষের কণ্ঠ স্তব্ধ হবে না’

RG Kar: আজ লালবাজার থেকে বের হওয়ার পর কুণাল সরকার বলেন, "আমাদের বক্তব্যের মধ্যে মনে হয় না কোনও ভুল ত্রুটি ছিল। পুরনোকালের যুদ্ধের মতো কোন পাহাড়ের উপরে বসে আপনারা কামান দাগবেন, সেই কামানের গোলাগুলিতে মানুষের কণ্ঠ স্তব্ধ হবে বলে মনে হয় না।"

RG Kar: ১ ঘণ্টা ধরে দুই বিশিষ্ট ডাক্তারকে জিজ্ঞাসাবাদ লালবাজারের, বেরিয়েই বললেন, 'এভাবে মানুষের কণ্ঠ স্তব্ধ হবে না'
সুবর্ণ গোস্বামী ও কুণাল সরকারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2024 | 5:45 PM

কলকাতা: সোমবার বিশিষ্ট দুই চিকিৎসককে তলব করে লালবাজার। একজন কুণাল সরকার অপরজন সুবর্ণ গোস্বামী।আর তাঁদের তলব করতেই সরব চিকিৎসক মহল। যদিও, তলবের একঘণ্টার মধ্যেই বের হয় তাঁরা।

আজ লালবাজার থেকে বের হওয়ার পর কুণাল সরকার বলেন, “আমাদের বক্তব্যের মধ্যে মনে হয় না কোনও ভুল ত্রুটি ছিল। পুরনোকালের যুদ্ধের মতো কোন পাহাড়ের উপরে বসে আপনারা কামান দাগবেন, সেই কামানের গোলাগুলিতে মানুষের কণ্ঠ স্তব্ধ হবে বলে মনে হয় না।” তিনি আরও বলেন, “আমরা কারোও পরিচয় ফাঁস করিনি। কারা করেছেন সেটা আমাদের থেকে ভাল ওঁরাই জানেন। আমরা তু-তু ম্যায়-ম্যায় যায়নি। লালবাজারের ভিতরেই তাঁরা আছেন। তাঁদের জিজ্ঞাসা না করে মধ্যবিত্ত বাঙালিকে কেন জিজ্ঞাসা করছে বোঝা গেল না।”

অপরদিকে, সুবর্ণ গোস্বামী বলেন, “আমাদের সমন ডিসমিস করে দিয়েছে পুলিশ। সে রকম কোনও ভিত্তি ছিল না। আমরা কোনও নির্যাতিতার নাম-পরিচয় ফাঁস করিনি। মাননীয় পুলিশ কমিশনার করেছেন। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ করেছেন।” উল্লেখ্য়, আরজি করকাণ্ডে সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদমাধ্যমে বিশিষ্টদের বক্তব্যের উপর নজর রাখছে কলকাতা পুলিশ। কোনওরকম ভুয়ো খবর, প্ররোচনামূলক কথা কিংবা অশান্তি বাধতে পারে এমন মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে।