AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sacked Teacher: লড়াইয়ের মাঝেই ব্রেন স্ট্রোক! মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাকরিহারা শিক্ষক প্রবীণ

Sacked Teacher: পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন প্রবীণ। বুধবার থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Sacked Teacher: লড়াইয়ের মাঝেই ব্রেন স্ট্রোক! মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাকরিহারা শিক্ষক প্রবীণ
চাকরিহারা শিক্ষকের মৃত্যুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 29, 2025 | 4:06 PM
Share

কলকাতা:  তীব্র মানসিক চাপ! ব্রেন স্ট্রোকে মৃত্যু হল আন্দোলনকারী এক চাকরিহারা শিক্ষকের। নাম প্রবীণ কর্মকার। তিনি অমুইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের শিক্ষক ছিলেন। ২০১৬ সালের প্যানেল। এত বছর চাকরি করেছেন রঘুনাথগঞ্জের হরিদাসনগরের বাসিন্দা প্রবীণ। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এক লহমায় চাকরি গিয়েছে তাঁরও। ১৯ হাজার শিক্ষকের মতো তিনিও আন্দোলনে সামিল ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন প্রবীণ। বুধবার থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হবে রাজ্যকে। তাতে আরও নতুন করে চাপ বেড়েছে চাকরিহারাদের। এতদিন শিক্ষকতা করার পর নতুন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চাইছেন না তাঁরা। সেক্ষেত্রে নতুন করে পরীক্ষায় বসতে অনড়। এই সব নিয়ে আন্দোলন আরও তীব্রতর হয়েছে। তার মধ্যেই প্রবীণের মৃত্যু চাকরিহারাদের কাছে আরও বেশি ধাক্কা। শোকপ্রকাশ করে নিজেরই একটি পোস্ট শেয়ার করেছেন তাঁরা। আন্দোলনকারীদের বক্তব্য, “এখনও সরকারকে সহানুভূতিশীল হতে হবে, নাহলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের লাশের স্তূপে পরিণত হবে বাংলা।”