Sacked Teacher: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন চাকরিহারারা? নতুন করে পদক্ষেপ
Sacked Teacher: জানা যাচ্ছে, গত ২৩ মে মনোজ টিজ্ঞার সঙ্গে দেখা করেছেন তাঁরা। জেলাশাসক ও জেলা সভাধিপতির সঙ্গেও দেখা করেছে চাকরিহারাদের প্রতিনিধিদল। চাকরি নিয়ে জট কাটাতে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বলে জানা গিয়েছে।

কলকাতা: এবার নিজেদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হতে পারেন চাকিরহারা শিক্ষক শিক্ষিকারা। তেমনই ইঙ্গিত মিলেছে। আলিপুরদুয়ারেই রয়েছে চাকরিহারাদের এক প্রতিনিধিদল। জানা যাচ্ছে, গত ২৩ মে মনোজ টিজ্ঞার সঙ্গে দেখা করেছেন তাঁরা। জেলাশাসক ও জেলা সভাধিপতির সঙ্গেও দেখা করেছে চাকরিহারাদের প্রতিনিধিদল। চাকরি নিয়ে জট কাটাতে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বলে জানা গিয়েছে।
এক বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষিকা বলেন, “হাইকোর্টের রায়ে যখন আমাদের প্যানেলটা বাতিল হয়ে গিয়েছিল, তখনই প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি একটা লিগ্যাল সেল গঠন করবেন। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে তো প্যানেলটাই শেষ হয়ে গিয়েছে। যোগ্যদেরও চাকরি চলে গেল। দেশের প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই। তাঁর যতটা সম্ভব, একটু হস্তক্ষেপ করুন, যাতে যোগ্য মানুষগুলোর চাকরিটা থাকে।”
কিন্তু প্রধানমন্ত্রীর কাছে আবেদনে কি কোনও পথ বেরোতে পারে?
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “চাকরিহারাদের যাঁরাই এই পরামর্শটা দিচ্ছেন, তাঁরাই তাঁদের সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছেন। প্রধানমন্ত্রী কেন কারোরই ক্ষমতা নেই সুপ্রিম কোর্টের রায়কে পাল্টে দেওয়ার। সুপ্রিম কোর্টের রায় মেনে কাজ করতে হবে। চাকরিহারাদের উচিত ছিল, যাঁরা নিজেরা নিজেদের যথার্থ যোগ্য বলে মনে করেন, তাঁরা সরকারের ওপর চাপ দিয়ে আসল অযোগ্যদের তালিকাটা সামনে আনার আন্দোলন চালিয়ে যাওয়া। তাঁরা সেটা করছেন না। বিভিন্ন কথায় বিভ্রান্ত হচ্ছেন।”

