Food Sub-Inspector Panel: মানা হয়নি সংরক্ষণ নিয়ম, বাতিল ফুড সাব-ইনস্পেক্টর পদের প্যানেল
Panel for Food Sub Inspector: বাতিল হল ২০১৮ সালের ফুড সাব - ইন্সপেক্টর পদের প্যানেল। প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্যাট। মোট ৯৫৭ জনের নাম ছিল ওই প্যানেলে। অভিযোগ ছিল, সংরক্ষণ নীতির যথাযথ প্রয়োগ না করেই ওই প্যানেল তৈরি করা হয়েছে।
কলকাতা : বাতিল হল ২০১৮ সালের ফুড সাব – ইন্সপেক্টর পদের প্যানেল। প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্যাট। মোট ৯৫৭ জনের নাম ছিল ওই প্যানেলে। অভিযোগ ছিল, সংরক্ষণ নীতির যথাযথ প্রয়োগ না করেই ওই প্যানেল তৈরি করা হয়েছে। মামলাকারীর দাবি, ইতিমধ্যেই প্রায় ১০০ জনের নিয়োগ হয়ে গিয়েছে। প্যানেল তৈরির সময় সংরক্ষণ নীতি সঠিকভাবে মানা হয়নি বলে অভিযোগ উঠেছিল। এই নিয়ে মামলাও করা হয়েছিল। জানা গিয়েছে, এ ক্ষেত্রে বেশ কিছু নিয়ম না মানার প্রমাণ পেয়েছে স্যাট। সেই কারণেই এবার ২০১৮ সালের ওই প্যানেল বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে মামলাকারীর দাবি অনুযায়ী, যাঁদের নিয়োগ ইতিমধ্য়েই হয়ে গিয়েছে, তাঁদের চাকরির ভবিষ্যৎ কী, তা নিয়ে এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অভিযোগ ছিল, প্যানেল তৈরির সময় সংরক্ষণ নীতির যথাযথ প্রয়োগ হয়নি। এর পাশাপাশি বেশ কিছু জায়গায় অস্বচ্ছতারও অভিযোগ উঠেছে। অভিযোগ ছিল, যাঁদের নাম প্যানেলের নীচের দিকে থাকার কথা, তাঁদের নাম তালিকার উপরের দিকে রাখা হয়েছে। এমনই বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে মামলা গড়ায় আদালতে। এবার সেই মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের থেকে নির্দেশ দেওয়া হয়েছে ওই প্যানেল বাতিল করতে হবে।
উল্লেখ্য, রাজ্যের ফুড সাব ইনস্পেক্টর পদে চাকরির পরীক্ষা নিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন। এবার সেই নিয়োগের প্যানেল বাতিল হওয়ায় শুধুমাত্র যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদেরই নয়, সেইসঙ্গে যাঁদের নাম মেধাতালিকায় ছিল, তাঁদেরও ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল। তবে রাজ্যে চাকরির নিয়োগ সংক্রান্ত প্যানেল বাতিল এই প্রথম নয়। সাম্প্রতিককালে এমন একাধিক উদাহরণ রয়েছে। এমনকী যাঁরা চাকরি পেয়ে গিয়েছেন, তাঁদের চাকরি বাতিল করার নির্দেশও দিতে দেখা গিয়েছে। সেই সঙ্গে, তাঁদের দেওয়া বেতন পুনরুদ্ধারের নজিরও রয়েছে রাজ্যে। এই সবের মধ্য়ে রাজ্যে ফের এক সরকারি চাকরিতে নিয়োগে অনিয়মের অভিযোগে প্যানেল বাতিল। এই ঘটনা স্বাভাবিকভাবেই বেশ অস্বস্তিতে ফেলবে রাজ্যের শাসক দলকে।
আরও পড়ুন : Molestation in Salt Lake: হেঁটে যাওয়ার সময় মুখ চেপে ধরতে চাইল কেউ, সন্ধ্যা নামলেই বিপদ ওঁৎ পাতছে সল্টলেকে?