AC Local Train: এবার থেকে শিয়ালদহ-রানাঘাট AC লোকাল, বনগাঁ-AC লোকাল থামবে এইসব স্টেশনেও, বড় সিদ্ধান্ত রেলের
Bongaon AC Local: রেল সূত্রে খবর, শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের রুটে বেলঘড়িয়া এবং শ্যামনগর স্টেশনে ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল রুটে আরও পাঁচটি স্টেশনকে যুক্ত করা হবে।

কলকাতা: সদ্যই চালু হয়েছে এসি লোকাল (AC Local)। যা সাফল্যের সঙ্গে যাতায়াত করছে। এরপর চালু হয় শিয়ালদহ-ভায়া বারাসত – বনগাঁ- রানাঘাট। অন্যটি হল খ) শিয়ালদহ – ভায়া রানাঘাট – কৃষ্ণনগর সিটি জংশন লোকাল। এবার দুটি এসি লোকাল নিয়ে নয়া সিদ্ধান্ত পূর্ব রেলের।
রেল সূত্রে খবর, শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের রুটে বেলঘড়িয়া এবং শ্যামনগর স্টেশনে ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল রুটে আরও পাঁচটি স্টেশনকে যুক্ত করা হবে। যেখানে ট্রেন এসে থামবে। সংশ্লিষ্ট স্টেশনগুলি হল, চাঁদপাড়া, মছলন্দপুর অশোকনগর, বিরা এবং বিরাটি।
তবে, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এক মাস এই দু’টি রুটে নতুন সাতটি স্টেশনে ট্রেন থামবে। এক মাস পরীক্ষা করে রেল দেখবে কত যাত্রী এই স্টেশনগুলি থেকে উঠছে। তারপরই স্থায়ীভাবে এই স্টেশনগুলিতে ট্রেন থামবে। যেগুলিতে যাত্রী থাকবে না, আগামী এক মাসের পর আর সেখানে ট্রেন থামবে না। মূলত, যাত্রী সংখ্যা দেখেই ওই স্টেশনগুলির ভাগ্য নির্ভর হবে।
বস্তুত, এসি লোকাল শুরু হওয়ার পর থেকেই এই স্টেশনগুলির যাত্রীরা ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে এসি লোকাল থামানোর জন্য দাবি করে আসছিলেন। তারপরই এদিন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হল। এ দিকে, বনগাঁ এসি লোকাল চালু হতেই ধরা পড়ল ভিড়ের সেই একই পুরনো ছবি। এসি লোকাল নাকি জেনারেল ট্রেন বোঝা দায়। তিল ধারনের জায়গা নেই। দম বন্ধ কর অবস্থা। যাত্রীদের দাবি ট্রেনের সংখ্যা আরও বাড়ুক।
