Rail Stock Price: বন্দে ভারতের মতো দৌঁড়াচ্ছে রেলের শেয়ার, আপনি কত টাকা লাভ করলেন

Indian Railway: বাজার বিশ্লেষকদের বড় অংশ বলছেন, রেলের নতুন ভাড়া কাঠামো কার্যকর হওয়াই এই ঊর্ধ্বগতির নেপথ্যে কাজ করছে। ভবিষ্যতে বাজেটে রেল খাতে ব্যয় বাড়ার আরও সম্ভাবনা থেকে যাচ্ছে। এদিকে রেলের তরফে জানানো হয়েছে, নতুন ভাড়া বৃদ্ধিতে রেলের অতিরিক্ত ৬০০ কোটি টাকা আয় হবে।

Rail Stock Price: বন্দে ভারতের মতো দৌঁড়াচ্ছে রেলের শেয়ার, আপনি কত টাকা লাভ করলেন
প্রতীকী ছবি Image Credit source: TV 9 Bangla GFX

Dec 26, 2025 | 10:45 PM

কলকাতা: দাম বেড়েছে ট্রেনের টিকিটের। আর তাতেই যেন ঝড় উঠল দালাল স্ট্রিটের। একের পর এক রেলের স্টকের দাম হু হু করে বেড়ে গেল। Rail Vikas Nigam Ltd (RVNL), Indian Railway Finance Corporation (IRFC), IRCTC, বড়দিনের পরেই বড় লাভের মুখ দেখলেন বিনিয়োগকারীরা। এক একটি স্টক তো ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। তাতেই খুশির হাওয়া শেয়ার বাজারে। 

RVNL শেয়ার গত পাঁচ সেশনে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ১৯ ডিসেম্বর যেখানে দাম ছিল ৩১১ টাকার আশপাশে তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩৮৭ টাকারও উপরে। IRCTC ও IRFC–এর শেয়ারগুলোও শক্তিশালী প্রবৃদ্ধি দেখিয়েছে, IRCTC প্রায় ৫ শতাংশ উপরে উঠেছে এবং RVNL প্রায় ১২ শতাংশ পর্যন্ত উঠেছে। ওয়াকিবহাল মহলের মতে, এতেই প্রমাণ মিলছে বিনিয়োগকারীরা রেল খাতে দীর্ঘমেয়াদী সম্ভাবনা দেখছেন। 

বাজার বিশ্লেষকদের বড় অংশ বলছেন, রেলের নতুন ভাড়া কাঠামো কার্যকর হওয়াই এই ঊর্ধ্বগতির নেপথ্যে কাজ করছে। ভবিষ্যতে বাজেটে রেল খাতে ব্যয় বাড়ার আরও সম্ভাবনা থেকে যাচ্ছে। এদিকে রেলের তরফে জানানো হয়েছে, নতুন ভাড়া বৃদ্ধিতে রেলের অতিরিক্ত ৬০০ কোটি টাকা আয় হবে। আর তাতেই যেন দেখা যাচ্ছে নতুন সম্ভাবনা। রেলের রাজস্ব বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হয়েছে, যা সরাসরি রেলওয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর লাভ বাড়াতে সাহায্য করতে পারে। 

ফেব্রুয়ারিতে আসন্ন কেন্দ্রীয় বাজেটে রেল খাতে বড় বরাদ্দ আশা করা হচ্ছে। বিশেষ করে পরিকাঠামো উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়তে পারে। তার ছাপ অবশ্যই পড়বে রেলের শেয়ারগুলিতে। বাজার বিশেষজ্ঞদের মতে সেই আশাতেই বিনিয়োগকারীরা শেয়ার কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন।