Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyani JNM Hospital: রোগীদের নামে ভুয়ো বিল পাঠিয়ে কোটি টাকা ‘লুঠ’, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে নালিশ সিনিয়রদের

Kalyani JNM Hospital: সিনিয়র চিকিৎসকদের অভিযোগ, এমন প্রচুর রোগী রয়েছেন যাঁদের এমআরআই, সিটি স্ক্যান কিছুই হয়নি। অথচ তাঁদের নামে বিল তৈরি করে পাঠনো হচ্ছে। আর সেই বিল ধরানো হচ্ছে পিপিপি মডেল দ্বারা পরিচালিত ডায়গনিস্টিক সেন্টারে।

Kalyani JNM Hospital: রোগীদের নামে ভুয়ো বিল পাঠিয়ে কোটি টাকা 'লুঠ', জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে নালিশ সিনিয়রদের
কল্যাণী জেএনএম হাসপাতালImage Credit source: file
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 6:43 AM

কলকাতা: স্বাস্থ্য ক্ষেত্রেও কোটি-কোটি টাকা লুঠের অভিযোগ। শুধু তাই নয়, রোগীদের থেকে বিল বাড়িয়ে সেই টাকা আত্মসাতের অভিযোগ। আর কারা করছেন? জুনিয়র ডাক্তারদেরই একাংশকে কাঠগড়ায় তুললেন সিনিয়র চিকিৎসকরা। কল্যাণী জেএন‌এম (Kalyani JNM Hospital) হাসপাতালের ঘটনা।

জানা যাচ্ছে, এই কেলেঙ্কারির তদন্তে নেমেছে স্বাস্থ্যভবন। অভিযোগ, কল্যাণী জেএন‌এম হাসপাতালে পিপিপি মডেলের আড়ালে চলছে কোটি-কোটি টাকা লুঠ। সিনিয়র চিকিৎসকদের অভিযোগ, ভুয়ো বিল তৈরি করে সরকারি অর্থ লুঠ করছেন জুনিয়র ডাক্তাররা। আর সেই অভিযোগ ইতিমধ্যেই পৌঁছেছে স্বাস্থ্য ভবনের কাছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

স্বাস্থ্যভবনে অভিযোগ

সিনিয়র চিকিৎসকদের অভিযোগ, এমন প্রচুর রোগী রয়েছেন যাঁদের এমআরআই, সিটি স্ক্যান কিছুই হয়নি। অথচ তাঁদের নামে বিল তৈরি করে পাঠনো হচ্ছে। আর সেই বিল ধরানো হচ্ছে পিপিপি মডেল দ্বারা পরিচালিত ডায়গনিস্টিক সেন্টারে। আর এর বিনিময়ে কমিশন পাচ্ছেন এক শ্রেণির জুনিয়র চিকিৎসকদের একাংশ।

এ দিকে, গুরুতর অভিযোগের তদন্ত কানে পৌঁছতেই বুধবার কল্যাণী যাবে স্বাস্থ্য ভবনের দল। বিষয়টি কততা যুক্তিযুক্ত তা খতিয়ে দেখবে কমিশন।