Shatarup Ghosh: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতরূপ ঘোষের গাড়ি, রাতেই থানায় ছুটলেন সিপিএম নেতা
Shatarup Ghosh: বাম নেতার দাবি, মুখ্যমন্ত্রী গাড়িতে সামান্য ধাক্কা লাগলেও ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনা হয়। এ ক্ষেত্রে তেমন কোনও দাবি তিনি করছেন না।

কলকাতা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সিপিএম নেতা শতরূপ ঘোষের (Shatarup Ghosh) গাড়ি। শুক্রবার রাত ১০টা নাগাদ আলিপুর রোডের সিগন্যালে দাঁড়িয়ে ছিল শতরূপ ঘোষের গাড়ি। সেই সময়েই আর একটি গাড়ি এসে ধাক্কা মারে গাড়িটিতে। গাড়িতে সেই সময় ছিলেন না শতরূপ। ছিলেন তাঁর স্ত্রী এবং পরিবারের আরও এক সদস্য। অভিযোগ, টার্নিং পয়েন্টে একটি গাড়ি ধাক্কা মারে শতরূপের গাড়িতে। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ভিতরে যাত্রীরা সুরক্ষিত ছিলেন। এই ঘটনার পর অপর গাড়ির যাত্রীরা দুর্ব্যবহার করেছে বলে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন শতরূপ ঘোষ ও তাঁর স্ত্রী।
শতরূপ ঘোষের অভিযোগ যে গাড়িটি ধাক্কা মেরেছে সেটি আইপিএস ওয়েলফেয়ার সোসাইটি অব ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। ধাক্কা মারার পর ওই গাড়ির চালক শতরূপের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এরপরই লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। শতরূপ ঘোষ বলেন, রাস্তায় চলতে গিয়ে এমন ঘটনা ঘটতেই পারে। ভুল হয়ে যায় অনেক চালকেরই। কিন্তু আইপিএসদের গাড়ি বলে এমন ব্যবহার কেন করা হল? সেই প্রশ্ন তুলেছেন শতরূপ।
বাম নেতার দাবি, মুখ্যমন্ত্রী গাড়িতে সামান্য ধাক্কা লাগলেও ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনা হয়। এ ক্ষেত্রে তেমন কোনও দাবি তিনি করছেন না। তাঁকে খুনের চেষ্টা হয়েছিল, এমন কথাও বলছেন না তিনি। কিন্তু আইপিএসদের গাড়ি বলে সাধারণ মানুষকে কেন হেনস্থা করা হবে, সেটাই প্রশ্ন তাঁর। পুলিশের কাছেও তাঁর দাবি, আইপিএস বলে যেন আলাদাভাবে ব্যবস্থা না করা হয়, পুলিশ যেন আইন মেনে কাজ করে। শতরূপের গাড়িতে চালক সহ মোট তিনজন ছিলেন। কারও তেমন আঘাত লাগেনি। তবে, বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে দাবি করেছেন তিনি।





