Newtown DLF 1: রাত ১১টা বাজলেই DLF ওয়ানে বন্ধ হয়ে যাবে দোকান, থাকছে আরও একগুচ্ছ নিয়ম

New Town: দৌরাত্ম্য রুখতে একগুচ্ছ নিয়ম জারি করা হয়েছে। রবিবার থেকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে সেই নিয়ম।

Newtown DLF 1: রাত ১১টা বাজলেই DLF ওয়ানে বন্ধ হয়ে যাবে দোকান, থাকছে আরও একগুচ্ছ নিয়ম
বন্ধ থাকবে দোকান (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 2:42 PM

নিউটাউন: ডিএলএফ ওয়ান (DLF-1)। নিউটাউনের (New Town) এই অভিজত জায়গা এখন কপালে ভাঁজ ফেলেছে পুলিশের। কারণ গভীর রাত পর্যন্ত নামি দামি গাড়ির আনাগোনা আর বহিরাগতদের জমায়েত মোটেও সুখকর হচ্ছে না। এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের মাত্রা বাড়ছে। মূলত খাবার দোকানগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আড্ডা এবার শক্ত দড়িতে বাঁধছে চলেছে বিধাননগর সিটি পুলিশ (Bidhanbagar City Police)। দৌরাত্ম্য রুখতে একগুচ্ছ নিয়ম জারি করা হয়েছে। রবিবার থেকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে সেই নিয়ম।

সময়ের সঙ্গে ক্রমশ জনসংখ্যা বাড়ছে নিউ টাউন থানা (New town) এলাকার বিভিন্ন জায়গায়। ডিএলএফ ওয়ান সংলগ্ন রাস্তার দু’ধারে তাই গজিয়ে উঠেছে বহু খাবার দোকান এবং হোটেল। এতদিন গভীর রাত পর্যন্ত খোলা থাকত সেই দোকানগুলি। আর সেই সুযোগে বহিরাগতদের আড্ডা দিনের পর দিন মাত্রাছাড়া হচ্ছিল। কখনও রাস্তার উপর গাড়ি রেখে হুল্লোড় আবার কখনও দোকানের সামনে দলে দলে হট্টগোল।

এ দিকে, একইসঙ্গে নিউ টাউন থানা এলাকায় দিনের পর দিন বাড়ছে দুষ্কৃতীদের আনাগোনা। সমস্যার এই জোড়া ফলা সমূলে নষ্ট করতে তাই এক বছর সিদ্ধান্ত নিয়েছে নিউটাউন থানা। সকাল থেকেই মাইকিং করে এলাকায় ঘোষণা করে দেওয়া হয় সেই নিয়মবিধি।

কী বলছে নয়া নিয়ম?

পুলিশ সূত্রে খবর, আজ অর্থাৎ রবিবার থেকেই রাত এগারোটার পর আর কোন দোকান খোলা রাখা যাবে না ডিএলএফ ওয়ান এলাকায়। গ্যাস ভাবে অন্য কোনও গ্যাজেট ব্যবহার করে রান্না করা যাবে না। দোকানে আধ ঘন্টার বেশি দাঁড়াতে পারবে না কেউ। লাউড স্পিকারে বাজানো যাবে না গান। অক্ষরে অক্ষরে এই নির্দেশিকা না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে।

মূলত, এলাকায় দুষ্কৃতি তাণ্ডব ভাড়ার অভিযোগ বেশ কিছুদিন ধরে আসছিল নিউটাউন থানায়। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। অসামাজিক কার্যকলাপ ঠেকাতে কড়া নজরদারি চালাবে পুলিশ, মাইকিং করে ঘোষণা করা হয়েছে এমনটাও।