AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR নিয়ে মামলা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হাইকোর্টে

SIR:  কলকাতা হাইকোর্টে এসআইআর নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী পিন্টু কারারের বক্তব্য ছিল, ২০০২ সালকে কেন এসআইআর-এর ভিত্তিবর্ষ করা হয়েছে। পাশাপাশি এসআইআরের সময়সীমা বৃদ্ধিরও দাবি জানানো হয় এই মামলায় ।

SIR নিয়ে মামলা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হাইকোর্টে
কী বলল আদালত?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 24, 2025 | 2:08 PM
Share

কলকাতা: এসআইআর ইস্যুতে দায়ের হওয়া মামলা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে এমনিতেই এসআইআর ইস্যুতে মামলা চলছে। হাইকোর্টগুলোতে এই একই ইস্যুতে মামলা গ্রহণের ক্ষেত্রে সতর্কতা নিতে বলেছে শীর্ষ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আপাতত হাইকোর্ট এই মামলা গ্রহণ না করে সুপ্রিম কোর্টের পরবর্তী রায়ের জন্য অপেক্ষা করবে।

উল্লেখ্য,  কলকাতা হাইকোর্টে এসআইআর নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী পিন্টু কারারের বক্তব্য ছিল, ২০০২ সালকে কেন এসআইআর-এর ভিত্তিবর্ষ করা হয়েছে। পাশাপাশি এসআইআরের সময়সীমা বৃদ্ধিরও দাবি জানানো হয় এই মামলায় । এর আগে, কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনের কাছে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছিল ।

তবে তার আগে থেকেই সুপ্রিম কোর্টে তৎকালীন বিচারপতি সূর্য কান্ত  (বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি) ও বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে এসআইআর দায়ের হয়েছে। কেরলের তরফ থেকে একটি মামলা, উত্তরপ্রদেশের একটি মামলা বিচারাধীন। কেরল সরকারের হয়ে মামলা শোনেন আইনজীবী কপিল সিব্বল। কেরলে পুরসভা এবং পঞ্চায়েত ভোট রয়েছে। তাই এই সময়কালে এক সঙ্গে নির্বাচন ও ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ চলা কঠিন বলেই যুক্তি দেন সিব্বল।

কেরলে এক বিএলওর আত্মহত্যার ঘটনায় পর থেকে সে রাজ্যে সুর ছড়িয়েছে সব পক্ষ। ঘটনার দিন এসআইআর বয়কটের ডাক দেয় বেশ কয়েকটি সরকারি কর্মচারীদের সংগঠন। তখন এসআইআর স্থগিতের আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্ট এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে।