SIR: বাংলায় SIR শুরুর সম্ভাবনা ১ নভেম্বর, কোন প্রক্রিয়ায় হবে, জানুন!
SIR: বাংলায় ৭.৬৫ কোটি ভোটার রয়েছেন। সেক্ষেত্রে এই এনুমারেশন ফর্ম ছাপানো হবে প্রায় ১৫ কোটির বেশি। সেই ছাপানো ফর্ম নিয়ে BLO-রা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। সেই তালিকায় যদি ২০০২ সালে কিংবা এখনকার ভোটার লিস্টে থাকে, সেখানে সমস্ত তথ্য ছাপানোই থাকবে। কয়েকটা ঘর ফাঁকা থাকবে।

কলকাতা: বাংলায় SIR শুরু ১ নভেম্বর। বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন BLO-রা। ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলেই নিশ্চিন্ত, না থাকলেই উদ্বেগ! এখন বঙ্গবাসী আশা আশঙ্কার দোলাচলে। SIR-এর বিজ্ঞপ্তি জারির পর বাংলায় সেই কাজ কোন প্রক্রিয়ায় এগোবে? কমিশন সূত্রে খবর, ১ নভেম্বর থেকে বাংলায় SIR লাগু হতে পারে। যদি লাগু হয়, তাহলে প্রথমে ERO দের কাছে পোর্টালে দিল্লি থেকে একটা ফর্ম আসবে। তাঁরা সেটাকে সাধারণ মানুষের হাতে তুলে দেবেন। সেটাকেই বলে এনুমারেশন ফর্ম।
বাংলায় ৭.৬৫ কোটি ভোটার রয়েছেন। সেক্ষেত্রে এই এনুমারেশন ফর্ম ছাপানো হবে প্রায় ১৫ কোটির বেশি। সেই ছাপানো ফর্ম নিয়ে BLO-রা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। সেই তালিকায় যদি ২০০২ সালে কিংবা এখনকার ভোটার লিস্টে থাকে, সেখানে সমস্ত তথ্য ছাপানোই থাকবে। কয়েকটা ঘর ফাঁকা থাকবে। যেমন ভোটারের এপিক নম্বর, নাম, ঠিকানা, জন্মতারিখ-সহ ৯০ শতাংশ তথ্য ছাপানোই থাকবে। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি-সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে। অপর ফর্মটি BLO নিয়ে যাবেন।
এদিকে, SIR নিয়ে বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করবে নির্বাচন কমিশন। আজই পশ্চিমবঙ্গ-ছাড়াও ভোটমুখী চার রাজ্যে ঘোষণা হতে পারে SIR। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যাপিংয়ের ফলে এসআইআর করার ক্ষেত্রে সুবিধা হবে কমিশনের।
