Road Accident: দুর্ঘটনার কবলে আরাবুলের ছেলের গাড়ি, গার্ডরেল ভেঙে উল্টোদিকের গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা
Road Accident: গাড়িতে থাকা যাত্রীদের বিশেষ কোনও ক্ষতি হয়নি। পুলিশ আরাবুল ইসলামের ছেলেকে প্রগতি ময়দান থানায় নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতা: রাতের শহরে ফের পথ দুর্ঘটনা (Road Accident)। দুর্ঘটনার কবলে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের (Arabul Islam) ছেলের গাড়ি। সায়েন্স সিটির (Science City) দিক থেকে চিংড়িঘাটার (Chingrighata) দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন আরাবুল ইসলাম ছেলে। চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আরাবুলের ছেলের গাড়ি। দুটি গাড়িরই সামনেই অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের তরফে দুটি গাড়িকেই দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। যদিও গাড়িতে থাকা যাত্রীদের বিশেষ কোনও ক্ষতি হয়নি। পুলিশ আরাবুল ইসলামের ছেলেকে প্রগতি ময়দান থানায় নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন রাত প্রায় সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, গাড়ির গতি অনেকটাই বেশি ছিল। স্থানীয় সূত্রে খবর, আরাবুল ইসলামের ছেলে যে গাড়িটিতে ছিলেন, সেটি দ্রুত গতিতে লেন পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইএম বাইপাসের গার্ডরেল ভেঙে, গার্ডরেল টপকে অপর দিকে চলে আসে। সেই সময় উল্টোদিক থেকে একটি ছোট চারচাকার গাড়ি আসছিল এবং সেই গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। দুটি গাড়িরই সামনের দিকটি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। চিংড়িঘাটার দিক থেকে সায়েন্সসিটির দিকে আসা গাড়ির চালক জানাচ্ছেন, উল্টোদিক থেকে আসা গাড়িটির গতি বেশি ছিল।
পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলিকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। তবে যেভাবে গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে সংঘর্ষের অভিঘাত যথেষ্ট বেশি ছিল বলেই অনুমান করা হচ্ছে। সব দিক খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। তবে রাতের কলকাতায় ফের এমন পথ দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই কিছুটা হলেই আতঙ্কিত পথচলতি মানুষজন।
