AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ক্ষমা চেয়ে ‘আগস্ট বিপ্লবের’ হুঁশিয়ারি সৌমিত্রের

Soumitra Khan: "আগামী আগস্ট মাস থেকে আন্দোলন কী হয় দেখিয়ে দেব। আগস্ট বিপ্লব হবে।'' হুঁশিয়ারি সৌমিত্র খাঁয়ের।

সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ক্ষমা চেয়ে 'আগস্ট বিপ্লবের' হুঁশিয়ারি সৌমিত্রের
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 5:43 PM
Share

কলকাতা: যুব মোর্চার বৈঠকে নিজের কার্যকলাপ নিয়ে ক্ষমা চাইলেন যুব মোর্চার সভাপতি তথা বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। রবিবাসরীয় বৈঠকে নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট ও সংবাদমাধ্যমে নানা বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন এই বিজেপি সাংসদ। একই সঙ্গে আগামী আগস্ট মাস থেকে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির কথা জানালেন সৌমিত্র।

কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণের দিনই কার্যত বোমা ফাটিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রথমে ফেসবুকেই ঘোষণা করে যুব মোর্চার পদ থেকে ইস্তফা দেন তিনি। তার পর ফেসবুক লাইভে এসে সরাসরি নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। জানান, শুভেন্দুর জন্যই তিনি সংগঠনে থেকে কাজ করতে পারছেন না। এমনকি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ‘অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না’ বলেও মন্তব্য করেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া এই নেতা। যা নিয়ে তীব্র জোলঘোলা হয় রাজ্য বিজেপির অন্দরে। সৌমিত্রকে পাল্টা বিঁধতে ছাড়েননি দিলীপও। অবশেষে সেসবের জন্য ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

সূত্রের খবর, এদিন যুব মোর্চার বৈঠকে সৌমিত্র বলেন, ‘নিজের কাজে আমি দুঃখিত।’ জানান, নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে যে বক্তব্য রেখেছেন তার জন্য ক্ষমা চাইছেন তিনি। এর পরই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে জোরদার আন্দোলনের কথা বলেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, “আগামী আগস্ট মাস থেকে আন্দোলন কী হয় দেখিয়ে দেব। আগস্ট বিপ্লব হবে।” সৌমিত্র আরও জানান, আগামী আগস্ট মাসে কলকাতা চলো অভিযান করবে বিজেপি। হবে জেলাশাসকের অফিস ঘেরাওয়ের মতো কর্মসূচি।

কখনও পৃথক রাঢ়বঙ্গের দাবি, কখনও প্রকাশ্যেই দলের বিরুদ্ধে মন্তব্য করে রাজ্য বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন সৌমিত্র। নানা সময়ে তার জন্য দুঃখ প্রকাশ করলেও এদিনের বৈঠককে ইতিবাচক হিসাবে দেখছে যুব বিজেপি। আরও পড়ুন: কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে অভিষেক, মমতার রাজধানী সফরের আগে নতুন কোনও ইঙ্গিত?