AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: আমার কিছু নেওয়ার নেই, পাওয়ার নেই: সৌরভ

Sourav Ganguly: সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা কর্মসূচিতে দেখা গিয়েছে প্রাক্তন অধিনায়ককে। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সময় হাজির ছিলেন তিনি। শুধু তৃণমূল জমানা নয়, বাম জমানাতেও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

Sourav Ganguly: আমার কিছু নেওয়ার নেই, পাওয়ার নেই: সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায়Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Jun 03, 2025 | 5:21 PM
Share

কলকাতা: কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে, কখনও আবার তাঁকে সিপিএম-এর অশোক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। কখনও আবার তাঁর বাড়িতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়ে ভোজন সেরেছেন। কথা হচ্ছে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। যতবারই রাজনৈতিক ব্য়ক্তিত্বদের সঙ্গে দেখা গিয়েছে, ততবারই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে কাঁটাছেড়া চলেছে। এবারও অন্যথা হল না। অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর ছবি নিয়ে শুরু হল চর্চা। তবে এই সব জল্পনা যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্পর্শ করতে পারে না সে কথা ফের একবার বুঝিয়ে দিয়েছেন তিনি। তাঁর উত্তর, ” আমার কোনও কিছু নেওয়ারও নেই। আর পাওয়ারও নেই…।”

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা কর্মসূচিতে দেখা গিয়েছে প্রাক্তন অধিনায়ককে। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সময় হাজির ছিলেন তিনি। শুধু তৃণমূল জমানা নয়, বাম জমানাতেও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ২০২১ সালে যখন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময় তাঁকে দেখতে হাজির হন একদা রাজ্যের মন্ত্রী অশোক গঙ্গোপাধ্যায়। সেই সময় ছবিও শেয়ার করেছিলেন তিনি। এরপর আবার দেখা গিয়েছিল অমিত শাহ নৈশভোজে এসেছিলেন ‘মহারাজের’ বাড়িতে। তবে বরাবরই রাজনীতি আসার ব্যাপারে তিনি অনীহা দেখিয়েছেন। আর এবার বিতর্কে থাকা অনুব্রত মণ্ডলের সঙ্গে ছবি নিয়ে যে তিনি ভাবিত নন, তা স্পষ্ট বোঝালেন।

গতকাল অর্থাৎ শনিবার সৌরভ হাবেভাবে বুঝিয়ে দেন ছবি ভাইরাল নিয়ে। তাঁর বক্তব্য,”আমি সবার সঙ্গে স্টেজ শেয়ার করি।” অর্থাৎ তিনি এমন সকলের সঙ্গেই ছবি তোলেন।একই সঙ্গে তাঁর সংযোজন, “আমি কত লোকের সঙ্গে মিশি। কে কী বলল বা টার্গেট করল আমি গ্রাহ্য করি না।”