Mamata Banerjee: পায়ে চোট, মমতার বাড়িতেই বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক: সূত্র

Mamata Banerjee: গত মাসে স্পেন সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই তিনি পায়ে চোট পান। এই পায়েই গত পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাডে কপ্টার-বিপর্যয়ে পায়ে চোট পেয়ে বেশ কিছুদিন চিকিৎসকদের বিধিনিষেধ মেনে থাকতে হয়েছিল তাঁকে। চিকিৎসাও চলে।

Mamata Banerjee: পায়ে চোট, মমতার বাড়িতেই বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক: সূত্র
মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 11:16 PM

কলকাতা: পায়ের চোটের কারণে বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাই এবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠক হতে পারে তাঁর কালীঘাটের বাড়িতেই। আগামী ১২ অক্টোবর বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে। সূত্রের খবর, সোমবার থেকে নবান্নে যদি মুখ্যমন্ত্রী না যেতে পারেন, তাহলে এই বৈঠক তাঁর বাড়িতেই হতে পারে।

গত মাসে স্পেন সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই তিনি পায়ে চোট পান। এই পায়েই গত পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাডে কপ্টার-বিপর্যয়ে পায়ে চোট পেয়ে বেশ কিছুদিন চিকিৎসকদের বিধিনিষেধ মেনে থাকতে হয়েছিল তাঁকে। চিকিৎসাও চলে।

স্পেনে গিয়ে সেই পায়েই আবারও চোট পান মমতা। সফর থেকে ফিরে এসএসকেএম হাসপাতালে পরীক্ষানিরীক্ষার জন্য যান। সেদিনই এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মুখ্যমন্ত্রীর পায়ে কিছু ‘মেডিক্যাল প্রসিডিওর’ হয়েছে। বেশ কিছুদিন নিয়ম মেনে থাকতে হবে। আর চলাফেরার ক্ষেত্রেও আপাতত কিছু বিধিনিষেধ মানতে হবে। এরইমধ্যে শোনা যাচ্ছে, পুজোর আগে মন্ত্রিসভার সম্ভাব্য শেষ বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে।