Sovan-Ratna: অগস্ট মাসের মধ্যেই সব শেষ করতে হবে, শোভন-রত্নার ডিভোর্স নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের
Sovan-Ratna: গত ২০১৭ সাল থেকে এই ডিভোর্সের মামলা চলছে। এখনও সাক্ষীদের বয়ান রেকর্ড কেন সম্পূর্ণ হল না, তা নিয়ে উষ্মাপ্রকাশ করেছে শীর্ষ আদালত। আগেই সুপ্রিম কোর্টে বক্তব্য় জমা দিয়েছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়।

নয়া দিল্লি: নিম্ন আদালত থেকে ডিভোর্স মামলা সুপ্রিম কোর্টে পৌঁছেছে আগেই। বিচারপতি আসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে চলছে শোভন চট্টোপাধ্যায় ও রত্নার বিচ্ছেদ মামলার শুনানি। এবার মামলা শেষ করার সময় বেঁধে দিল শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আগামী অগস্ট মাসের মধ্যে শোভন এবং রত্নার ডিভোর্সের প্রক্রিয়া শেষ করতে হবে।
প্রাক্তন বিধায়ক শোভন ও বর্তমান তৃণমূল বিধায়ক রত্নার ডিভোর্স মামলা বারবার দীর্ঘায়িত হয়েছে। সাক্ষীদের বয়ান গ্রহণ করার ক্ষেত্রেও অনেক সময় লেগেছে। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ, রত্না চট্টোপাধ্যায়ের পক্ষের সাক্ষীদের বয়ান আগামী দু’সপ্তাহের মধ্যে রেকর্ড করতে হবে।
গত ২০১৭ সাল থেকে এই ডিভোর্সের মামলা চলছে। এখনও সাক্ষীদের বয়ান রেকর্ড কেন সম্পূর্ণ হল না, তা নিয়ে উষ্মাপ্রকাশ করেছে শীর্ষ আদালত। আগেই সুপ্রিম কোর্টে বক্তব্য় জমা দিয়েছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়। ওই মামলায় নিম্ন আদালতের শুনানির উপর ইতিমধ্যেই স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।
নিম্ন আদালতে রত্নার আর্জি ছিল, আরও কিছু লোকের সাক্ষ্য নিতে হবে। সেই আর্জিই খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্ট জানায়, যত দ্রুত সম্ভব শোভনের বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তি করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান রত্না। আপাতত সেই মামলার শুনানি চলছে। অভিযোগ ছিল, রত্না বারবার মামলা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
