AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: তামিলনাড়ুতে এক সপ্তাহের মধ্যে SIR শুরু, জানাল কমিশন, বাংলা নিয়ে বাড়ছে জল্পনা

SIR in Tamil Nadu: নির্বাচন কমিশন তামিলনাড়ুতে সাত দিনের মধ্যে এসআইআর শুরুর কথা জানানো পর প্রশ্ন উঠছে, বাংলাতেও কি এক সপ্তাহের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হবে? কারণ, আর মাস সাতেক পর বাংলায় বিধানসভা নির্বাচন। একই সময়ে তামিলনাড়ুতেও নির্বাচন হওয়ার কথা।

SIR: তামিলনাড়ুতে এক সপ্তাহের মধ্যে SIR শুরু, জানাল কমিশন, বাংলা নিয়ে বাড়ছে জল্পনা
কী বলছে জাতীয় নির্বাচন কমিশন?
| Updated on: Oct 25, 2025 | 10:00 AM
Share

চেন্নাই ও কলকাতা: বিহারে নির্বাচনী নির্ঘণ্টা ঘোষণার আগে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শেষ হয়েছে। তারপর থেকেই পশ্চিমবঙ্গে SIR নিয়ে জল্পনা বেড়েছে। তবে নির্বাচন কমিশন এখনও কোনও ঘোষণা করেনি। এরই মধ্যে তামিলনাড়ুতে এসআইআর শুরুর কথা জানাল কমিশন। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে তারা জানিয়ে দিল, এক সপ্তাহ বা তার আশপাশে তামিলনাড়ুতে এসআইআর শুরু হবে।

মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং এবং বিচারপতি জি অরুল মুরুগানের ডিভিশন বেঞ্চে গতকাল একটি জনস্বার্থ মামলার শুনানি হয়। জনস্বার্থ মামলাটি করেন এআইএডিএমকে-র প্রাক্তন বিধায়ক বি সত্যনারায়ণন। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তামিলনাড়ুর টি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। টি নগর বিধানসভা কেন্দ্রে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি জানিয়ে জনস্বার্থ মামলা করেন তিনি।

গতকাল এই জনস্বার্থ মামলার শুনানিতে মাদ্রাজ হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন নির্বাচন কমিশনের স্ট্যান্ডিং কাউন্সেল নিরঞ্জন রাজাগোপালন। শুনানিতে তিনি জানান, এক সপ্তাহ বা তার আশপাশের মধ্যে তামিলনাড়ুতে SIR শুরু হবে। দেশব্যাপী বিশেষ নিবিড় সমীক্ষার অংশ হিসেবেই তামিলনাড়ুতে তা এক সপ্তাহের মধ্যে শুরু হবে। মাদ্রাজ হাইকোর্টে নিরঞ্জন রাজাগোপালন আরও জানান, এসআইআর করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ মেনে চলবে নির্বাচন কমিশন। SIR নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কমিশন ইতিমধ্যে আলোচনা করেছে বলে তিনি জানান।

নির্বাচন কমিশন তামিলনাড়ুতে সাত দিনের মধ্যে এসআইআর শুরুর কথা জানানো পর প্রশ্ন উঠছে, বাংলাতেও কি এক সপ্তাহের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হবে? কারণ, আর মাস সাতেক পর বাংলায় বিধানসভা নির্বাচন। একই সময়ে তামিলনাড়ুতেও নির্বাচন হওয়ার কথা। রাজনীতির কারবারিরা বলছেন, এসআইআর সম্পন্ন করার পর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে হলে দুটি রাজ্যেই কাছাকাছি সময়ে এসআইআর শুরু করতে হবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ছাড়াও অসম, কেরল এবং পুদুচেরিতেও ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে অসম, কেরল ও পুদুচেরিতেও SIR শুরু নিয়ে জল্পনা বাড়ছে।

বাংলায় কবে এসআইআর শুরু হবে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তবে তিনি জানিয়ে দিলেন, বাংলাতেও এসআইআর হবে। তিনি বলেন, “নির্বাচন কমিশন জানিয়েছে, গোটা দেশে এসআইআর হবে। স্বাভাবিকভাবে সব রাজ্যেই হবে। পশ্চিমবঙ্গেও হবে। সাতদিনের মধ্যে বাংলায় এসআইআর শুরু হবে কি না, সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। আমি পারব না।”