
কোথা থেকে পাওয়া যাবে স্পেশ্যাল লোকাল? Image Credit source: Getty Images
কলকাতা: পুজোয় রাতভর চলবে মেট্রো। আগেই এসেছে সেই খবর। এবার অন্য বছরের মতো এবারও পুজোয় স্পেশ্যাল কিছু লোকাল ট্রেন চালাতে চলেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই বিবৃতি জারি করে সে কথা জানান হয়েছে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলবে ৩১টি স্পেশ্যাল লোকাল। এরমধ্যে শিয়ালদহ মেন ও উত্তর সেকশনে চলবে ১৯টি স্পেশ্যাল লোকাল। পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ সেকশনে চলবে ১২টি স্পেশ্যাল লোকাল।
শিয়ালদহ মেন ও শিয়ালদহ নর্থে যে ১৯টি স্পেশ্যাল ট্রেন থাকছে
- শিয়ালদাহ-রানাঘাট-নৈহাটি-শিয়ালদহ: রাত ৯টা ৪০ থেকে ভোর ৩টে ১০মিনিট পর্যন্ত পর্যন্ত ৬টি ট্রেন মিলবে। এরমধ্যে শিয়ালদহ-রানাঘাটের মধ্যে দু’টি, নৈহাটি-রানাঘাটের মধ্যে দু’টি, শিয়ালদহ-নৈহাটির মধ্যে দু’টি ট্রেন চলবে।
- শিয়ালদাহ-কল্যাণী-শিয়ালদহ: ৯টা ১০ থেকে রাত ২টো ৫৫ মিনিট পর্যন্ত পাওয়া যাবে চারটি স্পেশ্যাল ট্রেন।
- বনগাঁ-বারাসাত-শিয়ালদহ: রাত ১০টা ২০ মিনিট থেকে ভোর ৪টে ৩০ পর্যন্ত পাওয়া যাবে ৪টি ট্রেন। এরমধ্যে শিয়ালদহ-বনগাঁর মধ্যে দু’টি, শিয়ালদহ-বারাসতের মধ্যে পাওয়া যাবে দু’টি ট্রেন।
- রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর: রাত ১১টা ৪৫ মিনিট থেকে ভোর ৪টে ৫৫ মিনিট পর্যন্ত ৫টি স্পেশ্যাল ট্রেন চলবে। এরমধ্যে রানাঘাট-কৃষ্ণনগরে ১, কৃষ্ণনগর-নৈহাটিতে ২টি, কৃষ্ণনগর-কল্যাণীর মধ্যে ১টি, ও কল্যাণী-রানাঘাটের মধ্যে ১টি।
শিয়ালদহ সাউথ সেকশনে মিলবে ১২টি স্পেশ্যাল লোকাল
- শিয়ালদহ-বারুইপুর: ৬টি স্পেশ্যাল লোকাল মিলবে রাত ১১টা ৪০ মিনিট থেকে ভোর ৪টে ৩০ মিনিট পর্যন্ত। এরমধ্যে শিয়ালদহ-বারুইপুরের মধ্যে ২টি, বালিগঞ্জ-বারুইপুরের মধ্যে মিলবে ৪টি।
- শিয়ালদহ-বজবজের মধ্যেও মিলবে ৬টি স্পেশ্যাল লোকাল। চলবে রাত ১১টা ৩০ থেকে ভোর ৩টে বেজে ৪০ মিনিট পর্যন্ত। এর মধ্যে শিয়ালদহ-বজবজের মধ্যে মিলবে ২টি স্পেশ্যাল লোকাল। নিউ আলিপুর-বজবজের মধ্যে মিলবে ৪টি স্পেশ্যাল লোকাল।