AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sperm Donor in Kolkata: কলকাতাতেও ‘ভিকি ডোনার’! কে, কারা, কেমনভাবে?

Sperm Quality: সামগ্রিকভাবে পরিবেশের পরিবর্তন বন্ধ্যাত্বের অন্যতম কারণ। প্রাকৃতিক কারণেই জিনের বদল হচ্ছে। বর্তমানে আমরা যে খাবার খাচ্ছি, যে বাতাসে অক্সিন নিচ্ছি, সেগুলিতে মিশে রয়েছে ভেজাল। তার সঙ্গে তাপমাত্রা বাড়ছে, জেনেটিক কসমেটিক ভেরিয়েশন বাড়ছে- এই সবকিছুর প্রভাব পড়ছে শুক্রাণুকে। এটা এমন একটা কোষ, যেটা একবার ক্ষতিগ্রস্ত হলে ডিএনএ কোনভাবে মেরামত করা যায় না। ফলে শুক্রাণু কোন কারণে ক্ষতিগ্রস্ত হলে তার থেকে নিষিক্ত ডিম্বাণুও ক্ষতিগ্রস্ত হবে। আবার অনেক সময় ডিম্বাণু নিষিক্ত হয় না।

Sperm Donor in Kolkata: কলকাতাতেও 'ভিকি ডোনার'! কে, কারা, কেমনভাবে?
প্রতীকী ছবি।
| Updated on: Jul 31, 2024 | 1:46 PM
Share

‘বিয়ের এতদিন পরেও মা হতে পারল না শালি! আঁটকুড়ো নাকি কে জানে! জানি না আর এজম্মে নাতি-নাতনির মুখ দেখব কি না!’ বিয়েবাড়িতে সকলের সামনে শাশুড়ির কাছে এভাবেই ঠোনা শুনতে হল সোমাকে। আর শুনবে না-ই বা কেন! বিয়ের পর ৫ বছর কেটে গিয়েছে। এখনও শাশুড়িকে নাতি-নাতনি উপহার দিতে পারেনি। একে মফস্বলে শ্বশুরবাড়ি, তার উপর পুরানো দিনের মানসিকতা শাশুড়ির। কথা তো শুনতে হবেই! মা হতে না পারার যন্ত্রণায় সোমাও যেন দিন-দিন কেমন হয়ে যাচ্ছে। সেও কম চেষ্টা তো করছে না! ডাক্তার দেখানো থেকে শাশুড়ির বিশ্বাস মেনে ঠাকুরবাড়ি পর্যন্ত গিয়েছে। কিন্তু, সুরাহা কিছুই হয়নি। তাই ভরা বিয়েবাড়িতে শ্বাশুড়ির এরকম ঠোনা শোনার পর কেবলই মাথা নীচু করে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন