SSC protest: যোগ্য-অযোগ্যে তরজাতেই গেল না, ‘গা বাঁচিয়ে’ SSC নিল বড় সিদ্ধান্ত
SSC News: এদিন, একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এসএসসি-র তরফে। সেখানে জানানো হয়, ৩১শে ডিসেম্বর পর্যন্ত যাঁরা-যাঁরা চাকরিতে বহাল থাকছেন, তাঁরা প্রত্যেকেই বেতন পাবেন। ঠিক যেমন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাতভর অবস্থান। যতক্ষণ না যোগ্য-অযোগ্য বাছাই হবে ততক্ষণ চলবে আন্দোলন। সেই হুঙ্কার দিয়েই সোমবার এসএসসি ভবনে ঘেরাও করেন প্রতিবাদী শিক্ষকরা। এরপর রাত বারোটার পর মুখ খুলল এসএসসি। চেয়ারম্যান সিদ্ধার্থ রায় জানালেন, সুপ্রিম কোর্টের নির্দেশকেই মান্যতা দেওয়া হবে। অর্থাৎ, যোগ্য নাকি অযোগ্য সেই তরজাতেই গেল না এসএসসি (SSC)।
এদিন, একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এসএসসি-র তরফে। সেখানে জানানো হয়, ৩১শে ডিসেম্বর পর্যন্ত যাঁরা-যাঁরা চাকরিতে বহাল থাকছেন, তাঁরা প্রত্যেকেই বেতন পাবেন। ঠিক যেমন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর এসএসসি-র সেই বিজ্ঞপ্তি শোনার পরই কার্যত আরও ক্ষোভ বেড়েছে শিক্ষকদের মধ্যে। এতটা সময় কেন তাঁদের নষ্ট করা হল? কেনই বা তাঁদের বলা হয়েছিল যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করে প্রকাশ করতে পারবে এসএসসি? প্রশ্ন তুলছেন তাঁরা।
উল্লেখ্য, কে ‘যোগ্য’, কেই বা ‘অযোগ্য’? সেই নিয়ে সোমে তালিকা পেশ করার কথা SSC-র। গত সপ্তাহখানেক ধরেই এই তালিকা তৈরি করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমেছে তারা। সূত্রের খবর, রবিবার ছুটির দিনেও সেই তালিকা তৈরি নিয়ে হুড়োহুড়ি লেগে রয়েছিল SSC অফিসে। কিন্তু শেষে জানা যাচ্ছে, এসএসসি তালিকা দিতে পারছে না। এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলছেন, “এসএসএসির কাছে এই তথ্য আছে সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে। সেটা এসএসসি তিনবার হলফনামা দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ, যোগ্য ও অযোগ্যদের তালিকা আমাদের আছে।” চাকরিহারাদের প্রশ্ন, তালিকা যদি থাকে তাহলে কেন দিতে পারছে না তারা? এক চাকরিহারা বলেন, “এইগুলো কিছুই না। শুধু মাত্র অযোগ্যদের বাঁচাতে চাইছেন।”
ব্রাত্য বসু বলেন, “আমরা পরিষ্কার জানিয়েছি, যাঁরা যোগ্য শিক্ষক, ৩১ শে ডিসেম্বর পর্যন্ত যাঁরা কাজ করবেন মাইনে পাওয়া নিয়ে সমস্যা নেই।”

