AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Scam Case: ‘যোগ্য’ চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেবে সরকার: সূত্র

West Bengal Goverment: ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার ও এসএসসি। সেই মামলা উচ্চ-আদালতে গৃহীত হয়েও গিয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, এপ্রিল মাসের বেতন প্রত্যেক চাকরিহারারা পাবেন। যেহেতু মামলাটি আদালতে বিচারাধীন। সেই কারণে চাকরিহারাদের বেতন এখনই বন্ধ করবে না রাজ্য সরকার।

SSC Scam Case: 'যোগ্য' চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেবে সরকার: সূত্র
যোগ্য চাকরিপ্রার্থীদের বেতন দেবে সরকারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 25, 2024 | 4:18 PM
Share

কলকাতা: ভোটের আগে অন্যতম বড় খবর। ‘যোগ্য’ চাকরিহারাদের প্রত্যেককে এপ্রিলের বেতন দেবে সরকার। এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার ও এসএসসি। সেই মামলা উচ্চ-আদালতে গৃহীত হয়েও গিয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, এপ্রিল মাসের বেতন ‘যোগ্য’ চাকরিহারারা পাবেন। যেহেতু মামলাটি আদালতে বিচারাধীন। সেই কারণে চাকরিহারাদের বেতন এখনই বন্ধ করবে না রাজ্য সরকার।

প্রসঙ্গত, গত সোমবার ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদি। চাকরি বাতিল হয় ২৫ হাজার ৭৫৩ জনের। চার সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনই জানান তিনি চাকরিহারা সকলের পাশে রয়েছেন। বৃহস্পতিবার এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক ডেকে দাবি করেন, কলকাতা হাইকোর্টে আগেই তারা অযোগ্যদের তালিকা, নাম, রোল নম্বর সহ হলফনামা পেশ করেছেন।

যেহেতু বিষয়টি বিচারাধীন, সরকার কি বেতন দিতে পারে?

কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে। তবে এখনও এসএসসি ও ডিআই-দের কাছে কোনও বার্তা যায়নি যে, চাকরিহারাদের নিয়োগপত্র বাতিল করা হল বা উইথ ড্র করা হল। কোনও পদক্ষেপ করার আগেই সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। যেহেতু মামলা বিচারাধীন সেই কারণে কোনও নির্দেশ বা পর্যবেক্ষণ আসার আগে সরকার বেতন দেবে বলেই সূত্রের খবর।